নানান চ্যালেঞ্জের সম্মুখীন হবেন এই তিন রাশি, মঙ্গলবার দিনটি হতে চলেছে কঠিন দিন

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।

ভাগ্য সঙ্গ না দিলে মনের মতো করে দিন কাটা কঠিন। প্রতিদিনই সকলের নানান কাজ থাকে। গোটা দিন জুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কাজ করার পরিকল্পনা নিয়ে থাকেন সকলে। সকলেই চান সেই অনুসারে দিন কাটুক। আজ রইল তিন রাশির কথা। শাস্ত্র মতে, এই তিন রাশির দিন হতে চলেছে কঠিন। আজ হাজার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়িত নাও হতে পারে। তেমনই গ্রহের নেতিবাচক প্রভাবের কারণে নানান কাজে আসবে বাধা। শাস্ত্র মতে, গ্রহের পরিবর্তনে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়ছে সকলের জীবন। এর প্রভাব কারও ভালো সময় শুরু হয় তো কারও খারাপ সময়। সেই অনুসারে, আজ তিন রাশির ছেলে ও মেয়েদের সতর্ক থাকার পালা। আজ তাদের প্রতি পদক্ষেপে দিতে হবে পরীক্ষা। আমাদের সকলেরই গোটা দিন জুড়ে সকলের থাকে নানান পরিকল্পনা। পারিবারিক কাজ থেকে শুরু করে ব্যবসার কাজ- সব নিয়ে একগুচ্ছ ব্যস্ততা। কিন্তু, যে কোনও কাজ সম্পূর্ণ করতে ও যে কোনও কাজে সফল হতে এই তিন রাশিকে সম্মুখীন হতে হবে নানান সমস্যায়। দেখে নিন আজ কাদের দিন কঠিন।

মিথুন রাশি

Latest Videos

২১ মে থেকে ২০ জুনের মধ্যে কারও জন্ম হলে তার রাশি মিথুন। আজ মিথুন রাশির জন্য কঠিন দিন। আজ যে কোনও কাজে হাত দেওয়ার আগে বিস্তারিত জেনে নিন। আজ সামান্য ভুলে বড় বিপদ হতে পারে। আজ দিনটি হতে চলেছে কঠিন। গ্রহের পরিবর্তনের কারণে নানান কাজে আসবে বাধা।

কর্কট রাশি

২১ জুন থেকে ২২ জুলাইয়ের মধ্যে কারও জন্ম হলে তার রাশি কর্কট। আজ কর্কট রাশির জন্য কঠিন দিন। আজ সারাদিন মনে বিরক্তি ভাব থাকতে পারে। আজ কারও নির্দেশে কোনও কাজ করার আগে সে বিষয় জেনে নিন। আজ কারও সঙ্গে মাথা গরম করে কথা বলবেন না। এতে বাড়তে পারে সমস্যা।

ধনু রাশি

২২ নভেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে কারও জন্ম হলে তার রাশি ধনু। আজ ধনু রাশির জন্য কঠিন দিন। আজ গ্রহের পরিবর্তনের কারণে শুরু হবে কঠিন সময়। কাউকে গোপন পরিকল্পনা না জানানোই ভালো। আজ কেউ আপনার মনে কোনও চিন্তা ঢুকিয়ে দিতে পারে। কাউকে বিশ্বাস করার আগে বাস্তব দেখে নিন। গোটা দিন থাকুন সতর্ক

 

আরও পড়ুন

শ্রাবণ মাসে রুদ্রাক্ষ পরলে ভুল করেও এই কাজটি করবেন না, ক্রুদ্ধ হন ভোলেনাথ

বিশেষ কিছু অর্জনে সফল হবেন এই তারিখের জাতক জাতিকা, রইল সংখ্যাতত্ত্বের গণনা

মঙ্গলবারে এই রাশিগুলির জীবনে নতুন মানুষের আগমণ হতে পারে, দেখে নিন আজকের রাশিফল

 

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News