সোমবার দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য, আজ থাকুন সতর্ক, দেখে নিন তালিকায় কে কে আছেন

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।

সপ্তাহের শুরুর দিন সকলেরই কাছেই খুবই গুরত্বপূর্ণ। এই দিন সকলেই নানান পরিকল্না থাকে। সেই অনুসারে দিন কাটাতে চান সকলে। বিশেষ করে কর্মস্থলে সকলেরই থাকে নানা পরিকল্পনা। এই দিন সকলেই গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে চান। কিন্তু, ভাগ্য সঙ্গ না দিলে কোনও কাজ সফল হওয়া কঠিন। শাস্ত্রে রয়েছে এর ব্যখ্যা। শাস্ত্র মতে, ভাগ্য সঙ্গে না দিলে কোনও ক্ষেত্রে সফল হওয়া কঠিন। সেই অনুসারে, আজ এই তিন রাশির আজ সতর্ক থাকার দিন। আজ দেখা দিতে পারে নানান জটিলতা। আজ ব্যঘাত ঘটতে পারে সকল কাজে। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। তেমনই সব কাজে আসতে পারে বাঁধা। দেখে নিন তালিকায় কে কে আছেন। আজ সোমাবার দিনটি কঠিন হতে চলেছে তিন রাশির জন্য।

সিংহ রাশি- ২৩ জুলাই থেকে ২২ অগস্টের মধ্যে কারও জন্ম হলে সেই ব্যক্তির রাশি হল সিংহ। রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। এই রাশির জন্য আজদের দিনটি কঠিন। আজ কোনও চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। বুদ্ধি করে যে কোনও পরিস্থিতির সম্মুখীন হন। তা না হলে সমস্যায় পড়তে পারেন। আজ পরিকল্পনা মাফিক কাজ সম্পন্ন নাও হতে পারে। এতে হতাশ না হয়ে এগিয়ে চলুন।

Latest Videos

কন্যা রাশি- ২৩ অগস্ট থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে কারও জন্ম হলে সেই ব্যক্তির রাশি কন্যা। আজ কঠিন দিন কন্যা রাশির জন্য। রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। আজকের দিনটি কঠিন হতে পারে কন্যা রাশির জন্য। আজ নতুন কোনও কাজে হাত দেবেন না। হতাশা জনক কোনও খবর পেতে পারেন। আজ কোনও বিবাদে জড়িয়ে পড়তে পারেন। তাই গোটা দিন সতর্ক থাকাই ভালো। নিজের মন্তব্য প্রকাশে বিবাদ তৈরি হতে পারে। কোনও অশান্তিতে আজ না জড়ানোই ভালো। গোটা দিন থাকুন সতর্ক।

মকর রাশি- ২২ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারির মধ্যে কারও জন্ম হলে সেই ব্যক্তির রাশি হল মকর। রাশি চক্রের দশম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ হল শনি। আজকের দিনটি কঠিন হতে চলেছে মকর রাশির জন্য। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। হতে পারে বিবাদ। তাই গোটা দিন থাকুন সতর্ক

 

আরও পড়ুন-

নতুন বছরে ঘরে এই স্থানে রাখুন তুলসী মঞ্জরি, সারা বছর পকেট সবুজ থাকবে

আজ কর্কট ও কন্যা বিনিয়োগে দারুন লাভবান হবে, দেখে নিন ১২ রাশির সোমবারের আর্থিক রাশিফল

সোমবারের প্রেমের জীবন কেমন কাটবে ১২ রাশির, জেনে নিন মেষ থেকে মীন রাশির লাভ লাইফ

Share this article
click me!

Latest Videos

নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু
‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার