আজ নতুন কাজে হাত দেবেন না, মঙ্গলবার দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।

ভাগ্য সঙ্গ না দিলে কোনও কাজে জয় লাভ করা কঠিন। এমনই উল্লেখ আছে শাস্ত্রে। শাস্ত্র মতে, কোনও ব্যক্তি সব কাজ সফল হবেন কি না তা নির্ভর করে তার গ্রহের ওপর। শাস্ত্রে রয়েছে এমনই ব্যক্তির। ব্যক্তির রাশির ওপর সকল গ্রহের অবস্থান ঠিক থাকলে সে সফল হবে সর্বক্ষেত্রে। তেমনই অবস্থান সঠিক না থাকলে হতে পারে বিপদ। বাধা আসতে পারে সব সময়। হতে পারে নানান জটিলতা। তেমনই কারও আচরণ কর্তৃক দুঃখ পেতে পারেন। সেই অনুসারে, আজ এই তিন রাশির আজ সতর্ক থাকার দিন। আজ দেখা দিতে পারে নানান জটিলতা। আজ ব্যঘাত ঘটতে পারে সকল কাজে। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। তেমনই সব কাজে আসতে পারে বাঁধা। দেখে নিন তালিকায় কে কে আছেন। আজ মঙ্গলবার দিনটি কঠিন হতে চলেছে তিন রাশির জন্য।

বৃষ রাশি

Latest Videos

২০ এপ্রিল থেকে ২০ মে-র মধ্যে কারও জন্ম হলে সেই ব্যক্তির রাশি হল বৃষ। আজকের দিনটি কঠিন হতে চলেছে বৃষ রাশির জন্য। আজ নানা কাজে আসতে পারে বাধা। দেখা দিতে পারে জটিলতা। পরিকল্পনা অনুসারে সব কাজ নাও হতে পারে আজ। গোটা দিন থাকুন সতর্ক। দিনটি কঠিন হতে চলেছে এই বৃষ রাশির জন্য।

কন্যা রাশি

২৩ অগস্ট থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে কারও জন্ম হলে সেই ব্যক্তির রাশি কন্যা। আজ কন্যা রাশির জন্য কঠিন দিন। গোটা দিন সতর্ক থাকুন কন্যা রাশি। আজ ঝামেলায় জড়াবেন না। সমস্যা হতে পারে। নতুন পদক্ষেপ আজ না নেওয়াই ভালো। এতে বিপদে পড়বেন। আজকের দিনটি কঠিন এই রাশির জন্য। আজ গ্রহের অবস্থান অনুকূল নয়। সে কারণে কোনও কাজে হাত দেবেন না।

তুলা রাশি

২৩ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবরের মধ্যে কারও জন্ম হলে সেই ব্যক্তির রাশি হল তুলা। আজ তুলা রাশি সব কাজে বাধা পাবেন। আজ নানান জটিলতার সম্মুখীন হতে পারেন। আজ কোনও পরিচিত ব্যক্তির আচরণে দুঃখ পেতে পারেন। কোনও বিষয় আজ মন্তব্য প্রকাশ করবেন না। আজ নানা কারণে বাধার সম্মুখীন হতে পারেন। মেনে চলুন এই বিশেষ টিপস। শাস্ত্র মতে, আজ সতর্ক থাকুন গোটা দিন। আজকের দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য।

 

আরও পড়ুন-

আজ এই রাশিগুলির অযথা ব্যয় এড়িয়ে চলা উচিত, দেখে নিন ১২ রাশির মঙ্গলবারের আর্থিক রাশিফল

মঙ্গলবারের প্রেমের জীবনে সমস্যা তৈরি হতে পারে এই রাশিগুলির, জেনে নিন মেষ থেকে মীন রাশির আজকের লাভ লাইফ

এরা আবেগ গোপন রাখতে ওস্তাদ, এই চার রাশির ছেলে মেয়েদের অনুভূতি বোঝা কঠিন

Share this article
click me!

Latest Videos

Canning News Today: আধার কার্ড সংযোজন করতেই আবাসের টাকা লোপাট! ঘটনায় চাঞ্চল্য South 24 Parganas
‘Mamata Banerjee-কে Saokat Molla মারতে গিয়েছিল’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন
‘অপদার্থ মুখ্যমন্ত্রী এতদিন ধরে স্বাস্থ্য ও পুলিশকে জলাঞ্জলি দিয়েছেন’ মমতাকে চরম তুলোধোনা শুভেন্দুর
Live: স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলনে বিজেপি, দেখুন সরাসরি
LIVE: স্যালাইন কাণ্ডে Mamata Banerjee-কে একহাত নিলেন Suvendu Adhikari! দেখুন সরাসরি