সপ্তাহের শুরু দিন হতে চলেছে কঠিন, মেষ-বৃষ-কন্যা রাশির ছেলে মেয়েরা থাকুন সতর্ক, নানান চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।

শুরু হল নতুন সপ্তাহ। গোট সপ্তাহ ভালো কাটুক তা সকলেই চেয়ে থাকেন। সেই অনুসারে, পরিকল্পনা করে থাকেন সকলে। তবে, পরিকল্পনা মতো দিন না কাটলে সকলেই পড়েন বিপদে। সে কারণে অধিকাংশ দিনের শুরুতে ছকে নিয়ে থাকেন দিন কেমন কাটাবেন। কখন কোন কাজ করবেন, কোন কাজে কত সময় ব্যয় করবেন এমনকী বিনোদন মূলক কাজেরও পরিকল্পনা করে থাকেন। কিন্তু, আপনার পরিকল্পনা মতো দিন কাটবে এমন নয়। এক্ষেত্রে মেনে চলুন শাস্ত্র মত। যে কোনও কাজ সম্পূর্ণ করতে ও যে কোনও কাজে সফল হতে এই তিন রাশিকে সম্মুখীন হতে হবে নানান সমস্যায়। শাস্ত্র মতে, গ্রহের পরিবর্তনের ফলে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়ছে সকলের জীবন। এর প্রভাব কারও ভালো সময় শুরু হয় তো কারও খারাপ সময়। সেই অনুসারে, আজ তিন রাশির ছেলে ও মেয়েদের সতর্ক থাকার পালা। আজ তাদের প্রতি পদক্ষেপে দিতে হবে পরীক্ষা। সম্মুখীন হবেন নানা জটিলতার। পারিবারিক কাজ থেকে শুরু করে ব্যবসার কাজ- সব নিয়ে একগুচ্ছ ব্যস্ততা। আজ এই তিন রাশি সতর্ক থাকলে মিলবে উপকার।

কন্যা রাশি

Latest Videos

২৩ অগস্ট থেকে ২২ সেপ্টেম্বর থেকে কারও জন্ম হলে তার রাশি কন্যা। আজ কন্যা রাশির জন্য কঠিন দিন। আজ সব কাজে সাবধান হন। আজ গোটা দিন নানান জটিল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আজ কোনও নতুন কাজে হাত দেবেন না। কারও সঙ্গে সাক্ষাতের সময় সচেতন হন। আত্ম অনুভূতি আজ প্রকাশ না করাই ভালো।

মেষ রাশি

২১ মার্চ থেকে ১৯ এপ্রিলের মধ্যে কারও জন্ম হলে তার রাশি মেষ। এখন মেষ রাশির জন্য কঠিন দিন। আজ গোটা দিন দেখা দেবে নানান জটিল পরিস্থিতি। আজ গ্রহের পরিবর্তনের কারণে মেজাজ খিঁটখিটে বোধ করবেন। আজ কারও আচরণে বিরক্ত হতে পারেন। তবে, মন রাখুন শান্ত। ধৈর্য বজায় ৎেখে সব কাজ করলে সমস্যা থেকে মিলবে মুক্তি।

বৃষ রাশি

২০ এপ্রিল থেকে ২০ মে-র মধ্যে কারও জন্ম হলে তার রাশি বৃষ। আজ বৃষ রাশির জন্য কঠিন দিন। আজ রাগ রাখুন নিয়ন্ত্রণে। আজ কাউকে গোপন কথা বলবেন না। আজ উদ্বেগ রাখুন নিয়ন্ত্রণে। তা না হলে যে কোনও কঠিন পরিস্থিতিতে পড়তে পারেন বিপদে।

 

আরও পড়ুন

সোমবার এই রাশিগুলির সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে, দেখে নিন ২১ অগাষ্ট আপনার প্রেমের অবস্থা

দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে সোমবার দিনটি, রইল জ্যোতিষ গণনা

সোমবার এই রাশিগুলির শপিং-এর জন্য ব্যয় বাড়বে, জেনে নিন ২১ অগাষ্ট আপনার আর্থিক অবস্থা

Share this article
click me!

Latest Videos

ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! Bangladesh-এর প্রধানকে ধুয়ে যা বললেন Adhir Ranjan Chowdhury
'ভাইপো মাঝে মাঝেই হারিয়ে যায়' কেন বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari | Bangla News
'India ফুঁ দিলে Bangladesh উড়ে jabe' বাংলাদেশকে একহাত নিলেন Agnimitra Paul, #shorts #shortsfeed
'BSF রেডি! মোল্লা ইউনূস BGB-কে উস্কানি দিচ্ছে' চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari | Bangladesh
‘৫০% মুসলমান হলে West Bengal-এর অবস্থাও Bangladesh-এর মতো হবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র