ক্রিসমাসের দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য, দেখে নিন আজ কাদের সতর্ক থাকার দিন

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।

চলছে উৎসবের মরশুম। সকলেই মজেছেন পার্টির আনন্দে। এই সময় অনেকেই পার্টি করে থাকেন। কেউ গেট টুগেদার তো কেউ পিকনিক করে থাকেন। বড়দিন ঘরে সকলেরই থাকে নানান পরিকল্পনা। তবে, সব সময় যে আপনার সকল পরিকল্পনা যে সফল হয় তা নয়। আজ রইল তিন রাশির কথা। শাস্ত্র মতে, তিন রাশির আজ সতর্ক থাকার দিন। আজ দেখা দিতে পারে নানান জটিলতা। আজ ব্যঘাত ঘটতে পারে সকল কাজে। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। তেমনই সব কাজে আসতে পারে বাঁধা। কোনও পরিকল্পনা আজ সফল নাও হতে পারে। আজ রবিবার দিনটি কঠিন হতে চলেছে তিন রাশির জন্য।

সিংহ রাশি- ২৩ জুলাই থেকে ২২ অগস্টের মধ্যে কারও জন্ম হলে সেই ব্যক্তির রাশি হল সিংহ। এই রাশির জন্য আজকের দিনটি কঠিন। আজ নানা কাজে আসতে পারে বাধা। তৈরি হতে পারে জটিলতা। কোনও নতুন বিষয় আজ হাত না দেওয়াই ভালো। আজ ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে তা ভেস্তে যেতে পারে। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। তাই গোটা দিন থাকুন সতর্ক।

Latest Videos

কন্য়ারাশি- ২৩ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে কারও জন্ম হলে সেই ব্যক্তির রাশি কন্যা। এই রাশির ছেলে মেয়েদের জন্য দিনটি কঠিন। আজ হতাশা জনক কোনও খবর পেতে পারেন। এতে মন হবে ভারাক্রান্ত। পরিচিত ব্যক্তির সঙ্গে জটিলতা তৈরি হতে পারে। আজ কারও কথা মনে নেবেন না। এতে মন ভারাক্রান্ত হতে পারে।

কুম্ভ রাশি- ২০ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে কারও জন্ম হলে সেই ব্যক্তির হল কুম্ভ। আজ কুম্ভ রাশির জন্য কঠিন দিন। গোটা দিন পেতে পারেন নানান বাধা। আজকের পরিকল্পনা মাফিক কাজে ব্য়র্থ হতে পারেন কুম্ভ রাশির ছেল মেয়েরা। কোনও বিবাদ থেকে দূরে থাকতে পারেন। আপনার আচরণে কেউ কষ্ট পেতে পারেন। তা না হলে হতে পারে নানান বিবাদ। আজ ভ্রমণের পরিকল্পনা থাকলে তা ব্যর্থ হতে পারে। আজ গোটা দিন থাকুন সতর্ক। মেনে চলুন এই বিশেষ টিপস। শাস্ত্র মতে, বড়দিনের উৎবসবে সতর্ক থাকুন এই তিন রাশির ছেলে মেয়েরা। তা না হলে দেখা দিতে পারে সমস্যা। ক্রিসমাসের দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির ছেলে মেয়েদের জন্য।

 

আরও পড়ুন-

বড়দিনের উপহার দিন রাশি অনুসারে, দেখে নিন কার জন্য কেমন উপহার উপযুক্ত

দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে বড়দিন, রইল বিশেষজ্ঞের মত

রঙিন মোমবাতি বড়দিনে আনন্দ নিয়ে আসে, মোমবাতির প্রতিটি রঙের রয়েছে বিশেষ গুরুত্ব

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today