আজ সতর্ক থাকুন তিন রাশির ছেলে মেয়েরা, গোটা দিন নানান জটিলতার সম্মুখীন হতে পারেন

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।

গোটা দিন জুড়ে সকলের থাকে নানান পরিকল্পনা। দিনের কখন কী করবেন, কোথায় যাবেন, কত সময় ব্যয় করবেন সকলে তা ছকে ফেলেন। তেমনই, কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকে রোজ সকলের। ব্যবসার কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হোক কিংবা অন্য কোনও কাজ। সেই অনুসারে, দিন না কাটবে দেখা দেয় সমস্যা। তবে শাস্ত্র মতে, গ্রহের অবস্থান ঠিক থাকলে গোটা দিন কাটবে ভালো ভাবে। তেমনই গ্রহের অবস্থান ঠিক না থাকলে দেখা দিতে পারে নানান জটিলতা। শাস্ত্র মতে, বৃহস্পতিবার দিন তিন রাশির জন্য কঠিন দিন। আজ নানান কাজে আসবে বাধা। তেমনই গোটা দিন কোনও কাজই পরিকল্পনা মতো সফল নাও হতে পারে। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। মেনে চলুন শাস্ত্র মত। দেখে নিন আজ কাদের সতর্ক থাকার পালা। সতর্ক থাকলে সমস্যা থেকে মিলবে মুক্তি। দেখে নিন কার কার আজ কোন কোন সমস্যা হতে পারে। আজ কারা সম্মুখীন হতে পারেন কঠিন বিপদের। রইল বিশেষ তালিকা।

 

Latest Videos

কন্যা রাশি

২৩ অগস্ট থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে কারও জন্ম হলে তার রাশি কন্যা। আজ কন্যা রাশির জন্য দিন কঠিন। আজ স্বতঃস্ফূর্ততা বজায় রাখুন। আশ্চর্যজনক কোনও বিষয়ের সাক্ষ্মী হতে পারেন। দিন কাটবে জটিল পরিস্থিতির মধ্যে। আজ কাউকে নিজের মতামত দিতে গিয়ে পড়তে পারেন বিপদে।

বৃশ্চিক রাশি

২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বরের মধ্যে কারও জন্ম হলে তার রাশি বৃশ্চিক। আজ বৃশ্চিক রাশির জন্য কঠিন দিন। আজ আপনার মন রাখুন শান্ত। ধৈর্য বজায় রাখুন। তা না হলে সমস্যা থেকে মুক্তি পাওয়া কঠিন। আজ নিজের আবেগ রাখুন নিয়ন্ত্রণে। আজ কোনও জটিলতা তৈরি হতে পারে। আজ নানান সমস্যার সম্মুখীন হতে পারেন।

মীন রাশি

১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে কারও জন্ম হলে তার রাশি মীন। আজ মীন রাশির জন্য কঠিন দিন। গোটা দিন কাটবে কঠিন পরিস্থিতির মধ্যে। আজ দাম্পত্য জীবনে আসতে পারে সমস্যা। তেমনই অর্থ সংক্রান্ত বিষয় সমস্যার সম্মুখীন বতে পারেন। আজ কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন। কাউকে নিজের গোপন পরিকল্পনার কথা জানাবেন না। এতে অন্যের বিপদের সম্মুখীন হতে পারেন। সতর্ক থাকুন এই তিন রাশির ছেলে মেয়েরা। এতে মিলবে সমস্যা থেকে মুক্তি।

 

 

আরও পড়ুন

বৃহস্পতি এই রাশিগুলির আর্থিক দিকে অসুবিধা বাড়বে, জেনে নিন ২৯ জুন-আপনার আর্থিক অবস্থা

বাড়ির দক্ষিণ দিকে কখনও এই জিনিসগুলো রাখবেন না, চেষ্টা করেও হবে না অর্থ সঞ্চয়

Devsayani Ekadashi 2023: তারিখ-সময় থেকে পুজোর আচার এবং কী তাৎপর্য রয়েছে সায়নী একাদশীর

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন