বৃহস্পতিবার দিন কাটবে কঠিন ভাবে, আজ নতুন পদক্ষেপ নেওয়ার আগে সতর্ক হন

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।

সপ্তাহের অর্ধেক সময় পার হয়ে গিয়েছে। আজ বৃহস্পতিবার। সপ্তাহ শেষ হতে আর কটা দিন বাকি। অনেকেই সপ্তাহের শুরু দিন ঠিক করে ফেলেন গোটা সপ্তাহ কীভাবে কাটাবেন। সেই অনুসারে সকলের দিন কাটাতে চান। তেমনই দিনের শুরুতে সকলে ছকে নিয়ে থাকেন কখন কোন কাজ করবেন, কেন কাজে কত সময় ব্যয় করবেন। সেই পরিকল্পনা অনুসারে দিন কাটলে মিলবে উপকার। তেমনই তা না হলে সব কাজ জমে যায়। আজ মেনে চলুন শাস্ত্র মত। যে কোনও কাজ সম্পূর্ণ করতে ও যে কোনও কাজে সফল হতে এই তিন রাশিকে সম্মুখীন হতে হবে নানান সমস্যায়। শাস্ত্র মতে, গ্রহের পরিবর্তনের ফলে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়ছে সকলের জীবন। এর প্রভাব কারও ভালো সময় শুরু হয় তো কারও খারাপ সময়। সেই অনুসারে, আজ তিন রাশির ছেলে ও মেয়েদের সতর্ক থাকার পালা। আজ তাদের প্রতি পদক্ষেপে দিতে হবে পরীক্ষা। সম্মুখীন হবেন নানা জটিলতায়। পারিবারিক কাজ থেকে শুরু করে ব্যবসার কাজ- সব নিয়ে একগুচ্ছ ব্যস্ততা। আজ এই তিন রাশি সতর্ক থাকলে মিলবে উপকার।

তুলা রাশি

Latest Videos

২৩ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবরের মধ্যে কারও জন্ম হলে তার রাশি তুলা। আজ তুলা রাশির জন্য কঠিন দিন। আজ নানান কাজে দেখা দেবে বাধা। আজ নতুন কিছু শুরু করার আগে সতর্ক হন। নতুন কাজে হাত না দেওয়াই ভালো। এতে সমস্যা তৈরি হতে পারে। আজ সতর্কতার সঙ্গে সকল পদক্ষেপ নিন। তা না হলে দেখা দেবে সমস্যা।

ধনু রাশি

২২ নভেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে কারও জন্ম হলে তার রাশি ধনু। আজ ধনু রাশির জন্য দিন কঠিন। আজ রাগের মাথায় কাউকে কিছু বলবেন না। তেমনই আজ মনের কথা মনেই রাখুন। এতে সমস্যা তৈরি হতে পারে। আজ কাউকে গোপন পরিকল্পনার কথা জানাবেন না। এতে দেখা দিতে পারে নানান জটিলতা। কারও খারাপ কাজের শিকার হতে পারেন।

মকর রাশি

২২ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারির মধ্যে কারও জন্ম হলে তার রাশি মকর। আজ মকর রাশির জন্য কঠিন দিন। আজ এই রাশির ছেলে মেয়েদের সকর্ত থাকার পালা। আজ নতুন কাজে হাত দেবেন না। তেমনই পুরনো কোনও সমস্যা সামনে আসতে পারে।

 

আরও পড়ুন

জেনে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে বৃহস্পতিবার দিনটি, রইল জ্যোতিষ গণনা

বৃহস্পতিবার এই রাশিগুলি আজকের দিনটি আনন্দে পূর্ণ, দেখে নিন ৩ অগাষ্ট আপনার প্রেমের অবস্থা

বৃহস্পতিবার এই রাশিগুলির দিনটি লাভজনক এবং সম্মান বৃদ্ধির সম্ভাবনা, জেনে নিন ৩ অগাষ্ট -আপনার আর্থিক অবস্থা

Share this article
click me!

Latest Videos

‘বাংলায় সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে ভূমি এবং ভূমি রাজস্ব দফতরে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury
আমজনতার উদ্দেশ্যে অগ্নিমিত্রা পালের বক্তব্য, দেখুন সরাসরি
'আপনি হিন্দুদের মুখ্যমন্ত্রী হতে পারেন নি', মুর্শিদাবাদের জনসভা থেকে Mamataকে আক্রমণ Suvendu-র
‘Sanatani-দের ঐক্যবদ্ধ থাকতেই হবে!’ বেলডাঙ্গাতে সীতা রাম মন্দির উদ্বোধনে বার্তা Suvendu Adhikari-র
Suvendu Adhikari : মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সীতা রাম মন্দিরের উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী