শনিবার দিন সতর্ক থাকুন তিন রাশির ছেলে মেয়েরা, আজ গোটা দিন কাটবে জটিল ভাবে

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।

সারা সপ্তাহ ধরে অনেকেই অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন শনিবারের জন্য। অধিকাংশের শনি-রবি ছুটির দিন। গোটা দিন সকলের নানান পরিকল্পনা থাকে। অফিসে ছুটি থাকার কারণে ব্যক্তিগত কাজ থাকে হাজারটা। কেউ বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেন তো কেউ পরিবারের কোনও কাজ করবেন বলে স্থির করে থাকেন। গোটা দিন সকলেই কোনও না কোনও কাজ করে থাকেন। সেই মতো দিন না কাটলে সব কাজ জমে যায়। কিন্তু শাস্ত্র মতে, গ্রহের অবস্থান ঠিক থাকলে গোটা দিন কাটবে ভালো ভাবে। তেমনই গ্রহের অবস্থান ঠিক না থাকলে দেখা দিতে পারে নানান জটিলতা। শাস্ত্র মতে, আজকের দিন তিন রাশির জন্য কঠিন দিন। আজ নানান কাজে আসবে বাধা। তেমনই গোটা দিন কোনও কাজই পরিকল্পনা মতো সফল নাও হতে পারে। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। মেনে চলুন শাস্ত্র মত। দেখে নিন আজ কাদের সতর্ক থাকার পালা। সতর্ক থাকলে সমস্যা থেকে মিলবে মুক্তি। দেখে নিন কার কার আজ কোন কোন সমস্যা হতে পারে। আজ কারা সম্মুখীন হতে পারেন কঠিন বিপদের। রইল তালিকা।

কর্কট রাশি

Latest Videos

২১ জুন থেকে ২২ জুলাইয়ের মধ্যে কারও জন্ম হলে তার রাশি কর্কট। আজ কর্কট রাশির জন্য কঠিন দিন। আজ নানান কাজে আসবে বাধা। আজ আবেগের বসে কোনও সিদ্ধান্ত নেবেন না। আজ গোটা দিন সতর্ক থাকুন। আজ কোনও কারণে হতাশা বোধ করতে পারেন। আজ গোটা দিনে দেখা দিতে পারে নানান জটিলতা। মাথা ঠান্ডা রেখে চলুন। এতে সমস্যা থেকে মিলবে মুক্তি।

তুলা রাশি

২৩ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবরের মধ্যে কারও জন্ম হলে তার রাশি তুলা। আজ তুলা রাশির জন্য কঠিন দিন। আজ গোটা দিন দেখা দিতে পারে নানান সমস্য়া। মন শান্ত রাখুন। আজ গোটা দিন নানা কাজে আসবে বাধা। আজ আপনার পরিকল্পনা কাউকে জানাবেন না। এতে দেখা দিতে পারে সমস্যা। মেনে চলুন শাস্ত্র মত। আজ সতর্কতার সঙ্গে পা ফেললে সমস্যা থেকে মিলবে মুক্তি।

বৃশ্চিক রাশি

২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বরের মধ্যে কারও জন্ম হলে কার রাশি বৃশ্চিক। আজ বৃশ্চিক রাশির জন্য কঠিন দিন। আজ গুরুত্বপূর্ণ কোনও কাজ করার আগে সতর্ক হন। নতুন কাজে হাত না দেওয়াই ভালো। এতে সমস্যা তৈরি হতে পারে। আজ ভুল সিদ্ধান্তে দেখা দেবে জটিলতা।

 

আরও পড়ুন

শনিবার এই রাশিগুলির জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশের আশঙ্কা, জেনে নিন ৩ জুন আপনার প্রেমের অবস্থা

স্বাস্থ্য জটিলতা দেখা হতে পারে এই তারিখের জাতক-জাতিকার, রইল সংখ্যাতত্ত্বের গণনা

শনিবার এই রাশিগুলি টাকা নিয়ে খেলবে, জেনে নিন ৩ জুন-এর আর্থিক অবস্থা

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে!’ বিস্ফোরক মন্তব্য Sovondeb Chatterjee-এর
'জাতীয় যা কিছু আছে সবাইকে অপমান করাই TMC-র কাজ!' #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে', চরম কটাক্ষ করলেন Samik Bhattacharya
রেডি BSF! কাঁটাতার লাগাতে আসলেই বাধা দিচ্ছে BGB! এবার শিবরামপুরে | Balurghat | BSF | Border
'শুধু ভোটটা লুঠ করে দিন' | Suvendu Adhikari | #shorts | #suvenduadhikari | #bjp | #tmc |