শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।
দিনের শুরুতে সকলেরই ছকে নেন গোটা দিন কী কী করবেন। সকাল থেকে সন্ধ্যা সারাদিন কোন কাজে কত সময় ব্যয় করবেন তা ছকে ফেলেন সকলে। সেই পরিকল্পনা অনুসারে সকলে দিন কাটাতে চান। কিন্তু, ভাগ্যে কী আছে তা কারও জানা নেই। শাস্ত্র মতে, আপনার দিন কেমন কাটবে তাও নির্ভর করে আপনার রাশির ওপর। শাস্ত্র মতে, আজ ৪ জুলাই দিনটি তিন রাশির জন্য কঠিন দিন। আজ নানান জটিলতার মধ্যে দিন কাটবে। সামান্য অসতর্কতা কঠিন বিপদের কারণ হতে পারে। আজ গোটা দিন কোনও কাজই পরিকল্পনা মতো সফল নাও হতে পারে। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। কারও দ্বারা ক্ষতিগ্রস্থ হতে পারেন। দেখে নিন আজ কাদের সতর্ক থাকার পালা। রইল এই বিশেষ তালিকা।
বৃষ রাশি
২০ এপ্রিল থেকে ২০ মে-র মধ্যে কারও জন্ম হলে তার রাশি বৃষ। আজ বৃষ রাশির জন্য কঠিন দিন। আজ কোনও বিষয় দ্বন্দ্বে কাটতে পারে। আজ নিজের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হবেন। তেমনই আজ সামান্য অসতর্কতার কারণে বিপদে পড়তে পারেন। আজ এই রাশির ছেলে মেয়েরা কোনও নতুন কাজে হাত দেবেন না।
মকর রাশি
২২ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারির মধ্যে কারও জন্ম হলে তার রাশি মকর। আজ মকর রাশির জন্য কঠিন দিন। আজ গ্রহের পরিবর্তনের কারণে দেখা দিতে পারে কঠিন বিপদ। যে কোনও কাজ ভাবনা চিন্তা সহকারে করুন। ভুল পদক্ষেপ কঠিন বিপদ ডেকে আনতে পারে। আজ কারও সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। এতে সমস্যা তৈরি হতে পারে। আজ মকর রাশির জন্য কঠিন দিন। আজ গোটা দিন মন অস্থির থাকতে পারে। আজ সতর্ক থাকুন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে কারও জন্ম হলে তার রাশি কুম্ভ রাশি। আজ মনের ভাবনা সঠিক রাখুন। আজ কোনও বিষয় মত প্রকাশ করতে গিয়ে দেখা দিতে পারে সমস্যা। আজ কাউকে নিজের মত পোষণ করবেন না। আজ নিজের চিন্তাভাবনার ওপর নিয়ন্ত্রণ রাখুন। তেমনই নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখলে মিলবে উপকার। গোটা দিন থাকুন সতর্ক। আজ রাগের বসে কোনও সিদ্ধান্ত নেবেন না। এতে সমস্যা তৈরি হতে পারে। আজ মন শক্ত রাখুন। যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক হন।
আরও পড়ুন
মঙ্গলবার এই রাশিগুলির সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে, জেনে নিন ৪ জুলাই -আপনার আর্থিক অবস্থা
মঙ্গলবারে এই রাশিগুলির পরিবারে সম্পত্তি নিয়ে অশান্তি বাড়তে পারে, দেখে নিন আপনার আজকের রাশিফল
দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে মঙ্গলবার দিনটি, রইল জ্যোতিষ গণনা