শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।
সপ্তাহের অধিকাংশই পার হয়ে গিয়েছে। আজ শুক্রবার। অধিকাংশের কাজ সপ্তাহের শেষ অফিস। শনি ও রবি অনেকের ছুটি। আবার অনেকের অফিস থাকে শনিবার পর্যন্ত। সে যাই হোক, প্রতিটি দিনই সকলের কাছে গুরুত্বপূর্ণ। সে কারণে দিনের শুরুতে সকলে ছকে নিয়ে থাকেন কখন কোন কাজ করবেন, কেন কাজে কত সময় ব্যয় করবেন। সেই পরিকল্পনা অনুসারে দিন কাটলে মিলবে উপকার। তেমনই তা না হলে সব কাজ জমে যায়। আজ মেনে চলুন শাস্ত্র মত। যে কোনও কাজ সম্পূর্ণ করতে ও যে কোনও কাজে সফল হতে এই তিন রাশিকে সম্মুখীন হতে হবে নানান সমস্যায়। শাস্ত্র মতে, গ্রহের পরিবর্তনের ফলে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়ছে সকলের জীবন। এর প্রভাব কারও ভালো সময় শুরু হয় তো কারও খারাপ সময়। সেই অনুসারে, আজ তিন রাশির ছেলে ও মেয়েদের সতর্ক থাকার পালা। আজ তাদের প্রতি পদক্ষেপে দিতে হবে পরীক্ষা। সম্মুখীন হবেন নানা জটিলতায়। পারিবারিক কাজ থেকে শুরু করে ব্যবসার কাজ- সব নিয়ে একগুচ্ছ ব্যস্ততা। আজ এই তিন রাশি সতর্ক থাকলে মিলবে উপকার।
সিংহ রাশি
২৩ জুলাই থেকে ২২ অগস্টের মধ্যে কারও জন্ম হলে তার রাশি সিংহ। আজ সিংহ রাশির জন্য কঠিন দিন। আজ গ্রহের পরিবর্তনের কারণে আজ দিন কঠিন হবে। মন রাখুন ইতিবাচক। এতে যে কোনও সমস্যা থেকে মিলবে মুক্তি। আজ নতুন পদক্ষেপ নেওয়ার আগে সতর্ক হন।
কন্যা রাশি
২৩ অগস্ট থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে কারও জন্ম হলে তার রাশি কন্যা। আজ কন্যা রাশির জন্য দিন কঠিন। আজ বন্ধুদের বুদ্ধিতে চলার আগে নিজের বুদ্ধি দিয়ে বিচার করুন। আজ কোনও জিনিস কেনার আগে সতর্ক হন। নতুন খাতে বিনিয়োগের জন্য দিন গুরুত্বপূর্ণ। আজ কোনও পরিকল্পনা আটকে যেতে পারে।
ধনু রাশি
২২ নভেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে কারও জন্ম হলে তার রাশি ধনু। আজ কারও সঙ্গে কথা বলার সময় কঠিন শব্দ ব্যবহার করবেন না। এতে সমস্যায় পড়তে পারেন। আজ সহজ কাজও আপনার কঠিন মনে হতে পারে। আজ সতর্ক থাকার দিন। আজ সারাদিন সতর্কতার সঙ্গে পা ফেলুন। এতে যে কোনও কঠিন সমস্যা থেকে মিলবে মুক্তি। আজ সতর্ক থাকলে দিন কাটবে ভালোভাবে।
আরও পড়ুন
জেনে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে শুক্রবার দিনটি, রইল জ্যোতিষ গণনা
শুক্রবার এই রাশিগুলির প্রত্যাশিত কাজে অগ্রগতির সম্ভাবনা, দেখে নিন আপনার আজকের রাশিফল