এই তিন রাশি আজ সম্মুখীন হবেন নানা কঠিন পরিস্থিতির, শুক্রবার দিনটি থাকুন সতর্ক

Published : May 05, 2023, 09:48 AM IST
International Astrology Day

সংক্ষিপ্ত

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।

সপ্তাহের শেষ ওয়ার্কিং ডে হিসেবে বিবেচিত হয় শুক্রবার দিনটি। সে কারণে গোটা দিন সকলেই নিজের কোনও কাজ থাকে। পরিকল্পনা অনুসারে কাজ না হলে তা জমে যায়। এক্ষেত্রে দেখা দেয় সমস্যা। এর ব্যখ্যা আছে শাস্ত্রে। শাস্ত্র মতে, গ্রহের অবস্থান ঠিক থাকলে গোটা দিন কাটবে ভালো ভাবে। তেমনই গ্রহের অবস্থান ঠিক না থাকলে দেখা দিতে পারে নানান জটিলতা। শাস্ত্র মতে, আজ দিন তিন রাশির জন্য কঠিন দিন। আজ নানান কাজে আসবে বাধা। তেমনই গোটা দিন হতে পারে কঠিন। পরিকল্পনা মতো কোনও কাজ সফল নাও হতে পারে। তাই থাকুন সতর্ক। আজ খিটখিটে মেজাজ বোধ করবেন। আজ ব্যঘাত ঘটতে পারে সকল কাজে। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। তেমনই সব কাজে আসতে পারে বাঁধা। তেমন জড়াতে পারেন কোনও বিবাদে। দেখে নিন তালিকায় কে কে আছেন। কাজ জন্য আজকের দিনটি হতে চলেছে কঠিন। আজ শুক্রবার দিনটি নানান বিপদের সম্মুখীন হবে কে কে। রইল তালিকা।

মেষ রাশি

২১ মার্চ থেকে ১৯ এপ্রিলের মধ্যে কারও জন্ম হলে তার রাশি মেষ। আজকের দিনটি কঠিন হতে চলেছে মেষ রাশির জন্য। গ্রহের পরিবর্তনের কারণে দিন হতে পারে কঠিন। আজ নানান কাজে আসবে বাধা। গোটা দিন সতর্ক না থাকলে দেখা দিতে পারে জটিলতা। তেমনই আজ কাউকে আঘাত করে কোনও কথা বলবেন না। এতে সমস্যায় পড়তে পারেন। তাই সতর্ক থাকলে সমস্যা থেকে মিলবে মুক্তি।

কর্কট রাশি

২১ জুন থেকে ২২ জুলাইয়ের মধ্যে কারও জন্ম হলে তার রাশি কর্কট। আজকের দিনটি কঠিন হতে পারে কর্কট রাশির জন্য। আজ জটিল কাজে জড়িয়ে পড়তে পারেন। আজ কোনও নতুন কাজে হাত দেবেন না। এতে জড়িয়ে পড়তে পারেন জটিল পরিস্থিতিতে। তাই সতর্ক থাকুন।

বৃশ্চিক রাশি

২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বরের মধ্যে কারও জন্ম হলে তার রাশি বৃশ্চিক। আজ কঠিন দিন বৃশ্চিক রাশির জন্য। আজ কঠিন পরিস্থিতিতে জড়িয়ে পড়তে পারেন। আজ ব্যবসার জন্য কঠিন দিন। আজ কোনও নতুন সিদ্ধান্ত নেবেন না। এতে জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। তাই সতর্ক থাকলে সমস্যা থেকে মিলবে মুক্তি। মেনে চলুন শাস্ত্র মত। মিলবে উপকার।

 

আরও পড়ুন

জেনে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে শুক্রবার দিনটি, রইল জ্যোতিষ গণনা

বুদ্ধ পূর্ণিমায় চন্দ্রগ্রহণের যোগ কোন রাশির উপর কেমন প্রভাব ফেলবে, দেখে নিন আপনার আজকের রাশিফল

শুক্রবার এই রাশিগুলির জন্য প্রেমের ক্ষেত্রে দুর্দান্ত দিন, জেনে নিন ৫ মে আপনার প্রেমের অবস্থা

PREV
click me!

Recommended Stories

দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে মঙ্গলবার দিনটি, রইল জ্যোতিষ গণনা
Love Horoscope: সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নিতে হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল