গোটা দিন সতর্ক থাকুন এই তিন রাশি, দেখে নিন কাদের আজ হতে পারে বিপদ

Published : Feb 09, 2023, 12:22 PM IST
astrology

সংক্ষিপ্ত

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।

দিন ভালো কাটুক তা সকলেরই কাম্য। গোটা দিন জুড়ে সকলের থাকে নানান পরিকল্পনা। সেই অনুসারে কাজ না হলে হতে পারে বিপদ। জমে যেতে পারে সকল পরিকল্পনা। শাস্ত্রে রয়েছে এর ব্যখ্যা। শাস্ত্র মতে, আপনার রাশির ওপর গ্রহের প্রভাব কেমন আছে তার ওপর নির্ভর করে আপনার দিন কেমন কাটবে। সেই অনুসারে, আজকের দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য। আজ ব্যঘাত ঘটতে পারে সকল পরিকল্পনাতে। তেমনই আপনার আচরণে দুঃখ পেতে পারেন কেউ। তেমনই সব কাজে আসতে পারে বাঁধা। দেখে নিন কার সময় হতে চলেছে কঠিন। দেখে নিন কার জন্য আজকের দিনটি হতে চলেছে কঠিন। দেখে নিন তালিকায় কে কে আছেন। রইল শাস্ত্র মত।

বৃশ্চিক রাশি- ২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বরের মধ্যে কারও যদি জন্ম হয়, তাহলে তার রাশি বৃশ্চিক। আজ গ্রহের পরিবর্তনের কারণে সতর্ক থাকা প্রয়োজন। আজ সব কাজে আসবে বাধা। দেখা দিতে পারে নানান জটিলতা। আজ নতুন কোনও সিদ্ধান্ত নেবেন না। সামান্য ভুল সিদ্ধান্তে পড়তে পারেন বিপদে। তাই থাকুন সতর্ক।

ধনু রাশি- ২২ নভেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে কারও জন্ম হলে তার রাশি ধনু। আপনার আচরণে কেউ দুঃখ পেতে পারে। নিজের রাগ রাখুন নিয়ন্ত্রণে। আজ নিজের মতামত প্রকাশ করতে গিয়ে পড়তে পারেন বিপদে। গোটা দিন সতর্ক না থাকলে ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। গোটা দিন চলুন বুদ্ধি করে। রাশি। গোটা দিন সম্মুখীন হতে পারেন নানান জটিলতার।

মকর রাশি- ২২ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারির মধ্যে কারও জন্ম হলে তার রাশি মকর। আজ পেশাগত ক্ষেত্রে থাকুন সতর্ক। নানান কাজে আসতে পারে বাধা। সহকর্মী কিংবা ঘনিষ্ঠ কোনও বন্ধুর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। নিজের রাগ আজ নিয়ন্ত্রণে রাখুন। দিনটি এই রাশির জন্য খুবই কঠিন। আজ দিনটি জটিল হতে চলেছে মকর রাশির জন্য। সামান্য ভুলে আজ পড়তে পারেন কঠিন বিপদে।

মেনে চলুন শাস্ত্র মত। শাস্ত্র অনুসারে, আজ সব কাজে বাধা আসবে এই তিন রাশি। গোটা দিন সম্মুখীন হতে পারেন নানান জটিলতার। গ্রহের পরিবর্তনের কারণে নানা কাজে আসতে পারে বাধা। তেমনই সম্মুখীন হতে পারেন কঠিন পরিস্থিতির। মেনে চলুন শাস্ত্র মত। 


আরও পড়ুন

আত্মীয়-স্বজনের সঙ্গে বিবাদ হতে পারে এই তারিকের জাতক জাতিকার, দেখে নিন সংখ্যাতত্ত্বের গণনা

দেখে নিন কেমন কাটবে আজকের দিন, কার জন্য দিনটি অনুকূল, কার জীবনে আসতে পারে বাধা

এখানেই লুকিয়ে রয়েছে পৃথিবী ধ্বংসের রহস্য! উদ্ধার হল দেশের সবচেয়ে ভয়ানক ও রহস্যে মোড়া গুহা

 

PREV
click me!

Recommended Stories

রাশিফল: কর্কট রাশিতে কেতুর প্রবেশ, ২০২৬-এ ৩ রাশির জীবনে ঘুরে যাবে মোড়
তুলসী গাছে ছোট ছোট পরিবর্তন বয়ে নিয়ে আসতে পারে আপনার জীবনে শুভ সময়ের বার্তা