রাহুর প্রকোপের কারণে কঠিন সমস্যায় পড়তে পারেন এই তিন রাশি, দেখে নিন নতুন বছর কাদের জন্য কঠিন হতে চলেছে

Published : Dec 27, 2023, 11:59 AM IST
astrology

সংক্ষিপ্ত

গ্রহের পরিবর্তনের কারণে তিন রাশির জীবনে আসতে চলেছে পরিবর্তন। নতুন বছর কঠিন হতে চলেছে তিন রাশির জন্য। দেখে নিন কাদের জীবনে পড়তে চলেছে রাহুর প্রকোপ।

প্রতি মুহূর্তের গ্রহ ও নক্ষত্র তাদের অবস্থান পরিবর্তন করে চলে। এর প্রভাবে সকলের জীবনে ভালো কিংবা খারাপ সময় শুরু হয়। আজ রইল তিন রাশির কথা। শাস্ত্র মতে, গ্রহের পরিবর্তনের কারণে তিন রাশির জীবনে আসতে চলেছে পরিবর্তন। নতুন বছর কঠিন হতে চলেছে তিন রাশির জন্য। দেখে নিন কাদের জীবনে পড়তে চলেছে রাহুর প্রকোপ।

তুলা রাশি

নতুন বছর কঠিন হতে চলেছে তুলা রাশির জন্য। এই রাশির ছেলে মেয়েরা খুবই আবেগপ্রবণ হয়ে থাকেন। রাশি চক্রের সপ্তম রাশি হল তুলা। এই রাশি অধিকর্তা গ্রহ হল শুক্র। এই রাশির নানান শারীরিক জটিলতা দেখা দেবে এই নতুন বছরে। আর্থিক লেনদেনের ব্যাপারে সতর্ক হন। প্রতারণার শিকার হতে পারেন তুলা রাশির ছেলে মেয়েরা।

কর্কট রাশি

রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র। যে কোনও কাজে আসবে বাধা। নতুন বছর কঠিন হতে পারে। আজ আর্থিক বিনিয়োগের বিষয় সতর্ক হন। ভাদ্র মাসের দিকে দ্বাদশ ঘরের রাহুর উপস্থিতি মানসিক উদ্বিগ্ন রাখতে পারে। শারীরিক জটিলতা দেখা দিতে পারে। নতুন বছর সতর্ক থাকুন কর্কট রাশির ছেলে মেয়েরা।

মেষ রাশি

মেষ রাশি হল রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির ছেলে মেয়েরা নিজের শরীরে প্রতি যত্ন নিন। আর্থিক বিনিয়োগ এড়িয়ে চলতে পারেন। দুর্ঘটনার যোগ আছে। ধৈর্য বজায় রাখুন। কাউকে বিশ্বাস করে ঠকতে পারেন। এই সময় জটিল পরিস্থিতি তৈরি হতে পারে।

শাস্ত্র মতে, রাহুর প্রকোপের কারণে কঠিন সমস্যায় পড়তে পারেন এই তিন রাশি। এই তিন রাশির ছেলে মেয়েদের জন্য নতুন বছর কঠিন হতে চলেছে।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

আরও পড়ুন

আজকের রাশিফল ২৭ ডিসেম্বর ২০২৩, বুধবার কেমন যাবে, জানুন আজকের রাশিফল

Numerology: নতুন বিনিয়োগের আগে সতর্ক হন এই তারিখের জাতক জাতিকা, রইল সংখ্যাতত্ত্বের গণনা

PREV
click me!

Recommended Stories

Surya Shani Yuti 2026: নতুন বছরে হতে চলেছে সূর্য ও শনির বিরল যোগ! ফকির থেকে রাজা হতে পারে এই ৩ রাশি
রাশিফল: কর্কট রাশিতে কেতুর প্রবেশ, ২০২৬-এ ৩ রাশির জীবনে ঘুরে যাবে মোড়