রইল চার রাশির কথা। শাস্ত্র মতে, সব কাজে থাকে উদ্যোগ, এই চার রাশির এনার্জি থাকে সকলের থেকে বেশি, দেখে নিন তালিকা।
বৈদিক শাস্ত্রে রয়েছে ১২টি রাশির উল্লেখ। শাস্ত্র মতে, এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। সে কারণে সকলের সঙ্গে সকলের রয়েছে বিস্তর তফাত। স্বভাব থেকে আচরণ, কথা বলার ধরন থেকে মনের ভাবনা- সর্বত্র রয়েছে বিস্তর তফাত। তেমনই কেউ শান্ত। তো কেউ উদ্ধত। কেউ চঞ্চল তো কেউ উদ্ধত। আজ রইল চার রাশির কথা। শাস্ত্র মতে, সব কাজে থাকে উদ্যোগ, এই চার রাশির এনার্জি থাকে সকলের থেকে বেশি, দেখে নিন তালিকা।
মেষ রাশি
রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির ছেলে মেয়েরা উদ্যমী স্বভাবের হন। এরা যে কোনও কাজে উদ্যোগ পান। এই রাশির ছেলে মেয়েরা যে কোনও কাজে আগ্রহ পান। এরা অন্তহীন হাসি দিয়ে সব সময় সকলের মন দয় করে থাকেন।
বৃষ রাশি
রাশির দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এই রাশির ছেলে মেয়েরাও মেষরাশি মতো। এরা স্মৃতিচারণ করতে ভালোবাসেন। এরাও উদ্যোমী স্বভাবের হয়ে থাকেন। এই রাশির ছেলে মেয়েরা সব কাজে উদ্যোগ পান।
তুলা রাশি
রাশি চক্রের সপ্তম রাশি হল তুলা। এই রাশি অধিকর্তা গ্রহ হল শুক্র। এরাও বাকি রাশির মতো। এদের মনে সব সময় ইতিবাচক ভাবনা কাজ করে। এই রাশির ছেলে মেয়েরা উৎসাহী ও মজাদার স্বভাবের হয়ে থাকেন। এরা একেবারে শান্ত থাকতে পছন্দ করেন না। এরা সব কাজে ইতিবাচক ভাবনা খুঁজে বের করতে চান।
ধনু রাশি
রাশি চক্রের নবম রাশির হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। শিশু সুলভ আচরণ থাকে এদের মধ্যে। শান্ত নয় বরং উদ্যমী স্বভাবের হন এরা। এদের মনে সব সময় উচ্চ আশা থাকে। এরা আত্মতৃপ্তি অনুভব করেন এরা। সকলের থেকে আলাদা হন এই রাশির ছেলে মেয়েরা।
শাস্ত্র মতে, আমরা কেউ শান্ত, কেউ উদ্ধত। কেউ চঞ্চল তো কেউ ধূর্ত। কেউ চালাক তো কেউ বোকা। কেউ স্পষ্টবক্তা তো কেউ নিশ্চুপ। কেউ দয়ালু ও পরোপকারী তেমনই কেউ কঠিন ও স্বার্থপর। এর কারণ আমাদের রাশি। সেই অনুসারে এই চার রাশির ছেলে মেয়েরা উদ্যমী স্বভাবের হন। এরা সকলের থেকে আলাদা স্বভাবের হয়ে থাকেন। চিনে নিন এই সকল রাশির ছেলে মেয়েদের।
আরও পড়ুন
মহাশিবরাত্রিতে একমুখী রুদ্রাক্ষ-সহ এই বিশেষ জিনিস বাড়িতে নিয়ে আসুন, জীবনে ধনসম্পদের অভাব হবে না
মহাশিবরাত্রিতে কোনও ইচ্ছাই অপূর্ণ থাকবে না, আজই এই ১০টি নিয়মের মধ্যে যে কোনও একটির পালন করুন
১৮ ফেব্রুয়ারি কেমন কাটবে ১২ রাশির প্রেমের জীবন, জেনে নিন শনিবারের লাভ লাইফ