সংক্ষিপ্ত

শুক্রবার সন্ধ্যায় শিবদৌলের উৎসব অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোরালে । এটি একটি ঐতিহ্যপূর্ণ উৎসব।

চারিদিকে চলছে উৎসবের মরশুম। প্রস্তুতি চলছে শিবরাত্রিরের। শুধু পশ্চিমবঙ্গ নয়, বরং দেশ জুড়ে পালিত হয় শিবরাত্রি। আদি দেব মহাদেবের পুজো করে থাকেন তাঁর সকল ভক্তরা। সারা দিন উপবাস করেল শিবের মাথায় জল ঢালেন সকলে। প্রতি মাসেই ভগবান শিবের জন্য একটি দিন নির্দিষ্ট করা হয়। তবে, বছরের এই একটা সময় পালিত হয় মহাশিবরাত্রি। এই বিশেষ তিথিতে সব সময় বিভিন্ন স্থানে যেমন পুজোর আয়োজন করে থাকেন ভক্তরা তেমনই কোথাও কোথাও আয়োজিত হয় উৎসবের। এই সকল বিখ্যাত স্থানের মধ্যে রয়েছে শিবদৌল-র শিবরাত্রির উৎসব।

শিবদৌলের উৎসব অসমের এক বিখ্যাত উৎসব। এটি তিনটি হিন্দু মন্দির নিয়ে গঠিত। বিষ্ণুদোল অর্থাৎ ভগবান বিষ্ণুর মন্দির, দেবী দোল অর্থাৎ স্থানীয় অসমীয় ভাষায় দেবী দুর্গার মন্দির ও একটি যাদুঘর নিয়ে গঠিত। মন্দিরগুলো ১৭৩৪ সালে রাজা অম্বিকা, আহোম রাজা স্বর্হদেও শিব সিংহের রানী দ্বারা নির্মিত হয়েছিল। শিভাদোল নামে পরিচিত এই মন্দির। এই মন্দিরের উচ্চতা ১০৪ ফুট এবং ১৯৫ ফুট স্থান ঘিরে রয়েছে। মন্দিরে ৮ ফুট উচ্চতার সোনার গম্বুজ রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোরালে অনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন করেন। এই দিন তিনি পুজোয় অংশ নেন। এমনকী, মেলার উদ্বোধনও করেন। তাঁর হাতে তুলে দেওয়া হয় মন্দিরের রেপলিকা। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায় সেই ছবি। আর সেই ছবি থেকে স্পষ্ট যে প্রতি বছরের মতো এবছরও সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে উৎসব।

ইতিহাস ঘাঁটলে জানা যায়, বর্তমান শিবসাগর, আহোম রাজ্যের রাজধানী ছিল। আহোমরা ১২২৮ সালে দক্ষিণ চীন থেকে স্থানান্তরিত হয়েছিলেন। ১২৫৩ সালে বর্তমান শিবসাগর থেকে ২৮ কিলোমিটার দূরে চারাইলদেওতে তাদের প্রথম রাজধানী স্থাপন করেন। প্রাথমিক ভাবে তারা পূর্বপুরুষের উপাসক ছিল। ভারতে ব্রিটিশ রাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এটি আহোম রাজ্যের রাজধানী ছিল। ১৭৩১ এবং ১৭৩৮ সালের মধ্যে এখানে মন্দিরগুলো নির্মিত হয়।

প্রতি বছর মহাশিবরাত্রির সময় শিব মন্দিরে একটি বিশাল মেলার আয়োজন করা হয়। তীর্থযাত্রীরা তাদের সমস্ত অঞ্চল থেকে পুজো দিতে আসেন এখানে। আবার হিন্দু শ্রাবণ মাসে এখানে কৃষ্ণ কীর্তন, হরি কৃষ্ণ মন্ত্রের জপ হয়। সারা রাত ধরে চলে এই সকল অনুষ্ঠান। অন্য দিকে, দোলযাত্রা ও রথযাত্রা হল বিষ্ণু দোল-এ পালিত দুটি বার্ষিক উৎসব। প্রতি বছর সেপ্টেম্বর-অক্টোবর মাসে দেবীদোল দুর্গাপুজো পালিত হয়।

 

আরও পড়ুন

মহাশিবরাত্রিতে বাড়িতে কীভাবে শিবকে অভিষেক করবেন, জেনে নিন সঠিক পদ্ধতি ও নিয়ম

মহাশিবরাত্রিতে পূজার গুরুত্বপূর্ণ নিয়ম, জেনে নিন মূর্তি ও শিবলিঙ্গের পুজোর মধ্যে পার্থক্য

শিবরাত্রিরের দিনটি হতে চলেছে কঠিন, সতর্ক থাকুন এই তিন রাশির ছেলে মেয়েরা