যত্নশীল স্বভাবের হন, পার্টনারের সব খুঁটিনাটি বিষয় খেয়াল রাখেন এই চার রাশির ছেলে মেয়েরা

রইল চার রাশির কথা। শাস্ত্র মতে, এই চার রাশির ছেলে মেয়েরা যত্নশীল স্বভাবের হন, সঙ্গীর সব খুঁটিনাটি বিষয় খেয়াল রাখেন এরা। এদের সঙ্গে সম্পর্কে জড়ালে সেই সম্পর্ক সুখের হয়ে থাকে। দেখে নিন তালিকায় কে কে আছেন।

কেউ দ্রুত প্রেমে পড়েন তো কেউ দীর্ঘ সময় নিয়ে থাকেন। তেমনই কারও প্রেম গড়ে ওঠে সহজে আবার কারও সময় লাগে বেশ কিছুদিন। সম্পর্কে কেউ দুজনের কথার সমান গুরুত্ব দিয়ে থাকেন তো কেউ নিজের ইচ্ছা সঙ্গীর ওপর চাপিয়ে দিয়ে থাকেন। তেমনই কেউ প্রেমের ব্যাপারে উদাসীন তো কেউ সঙ্গীর সকল ভালো-খারাপের খেয়াল রাখেন। আজ রইল চার রাশির কথা। শাস্ত্র মতে, এই চার রাশির ছেলে মেয়েরা যত্নশীল স্বভাবের হন, সঙ্গীর সব খুঁটিনাটি বিষয় খেয়াল রাখেন এরা। এদের সঙ্গে সম্পর্কে জড়ালে সেই সম্পর্ক সুখের হয়ে থাকে। দেখে নিন তালিকায় কে কে আছেন।

কর্কট রাশি

Latest Videos

রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র। এই রাশির ছেলে মেয়েরা যত্নশীল স্বভাবের হন, সঙ্গীর সব খুঁটিনাটি বিষয় খেয়াল রাখেন এরা। এদের সঙ্গে সম্পর্কে জড়ালে সেই সম্পর্ক সুখের হয়ে থাকে।

মীন রাশি

রাশি চক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি। কেয়ারিং স্বভাবের হন এরা। সঙ্গীর যত্ন নিয়ে থাকেন প্রতি মুহূর্তে। এদের প্রেমের সম্পর্কে খুব তাডাতাড়ি ঘনিষ্ঠতা বাড়ে। সঠিক মানুষের সঙ্গে সম্পর্কে জড়ালে সেই সম্পর্কে সুখ দেখা দেয়।

তুলা রাশি

রাশি চক্রের সপ্তম রাশি হল তুলা। এই রাশি অধিকর্তা গ্রহ হল শুক্র। এরাও বাকি রাশির মতো। এই রাশির ছেলে মেয়েরা সকলের থেকে আলাদা হন। এরা সঙ্গীর সঙ্গে সকল কথা ভাগ করে নিয়ে থাকেন। এদের সম্পর্কে তেমন ভুল বোঝাবুঝি দেখা যায় না।

ধনু রাশি

রাশি চক্রের নবম রাশির হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। আত্মবিশ্বাসী মানুষ হন ধনু রাশির ছেলে মেয়েরা। এদের প্রেমের সম্পর্ক খুবই আনন্দের হয়ে থাকেন। এরা সম্পর্কে সুকী হন। এদের প্রেম জীবন সুখের হয়।

বৈদিক শাস্ত্রে রয়েছে ১২টি রাশি। সকল রাশির অধিকৃত গ্রহ ভিন্ন। সে কারণে সকলের সঙ্গে সকলের এমন তফাত। সে কারণে কেউ শান্ত, কেউ উদ্ধত, কেউ বুদ্ধিমান তো কেউ বোকা। তেমনই ভিন্ন স্বভাবের এই চার রাশি। সম্পর্কে এরা যত্নশীল হয়ে থাকেন। এদের প্রেমের সম্পর্ক বেশ সুন্দর হয়ে থাকে। এরা দায়িত্বশীল ও যত্নশীল স্বভাবের হয়ে থাকেন। সকলের থেকে আলাদা হন এই চার রাশির জাতক জাতিকা।

 

আরও পড়ুন

এই চার রাশির মেয়েদের ফ্যাশন সম্পর্কে থাকে বিস্তর জ্ঞান, এদের স্টাইল স্টেইমেন্ট অবাক করে সকলকে

গোটা মার্চ মাস জুড়ে প্রেম জীবন কাটবে আনন্দে, দেখে নিন কাদের সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়বে

১ মার্চ শারীরিক জটিলতায় ভুগতে এই চার রাশির জাতক জাতিকা, দেখে নিন দৈনিক রাশিফল

 

Share this article
click me!

Latest Videos

LIVE: মহাকুম্ভ 2025: মহাকুম্ভের পবিত্র মুহূর্ত দেখুন সরাসরি
PM Modi Live: মুম্বইয়ে ইসকন মন্দিরের উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী, দেখুন সরাসরি
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ৫ রাশির সম্পর্কে অশান্তির আশঙ্কা, দেখে নিন আজকের ১২ রাশির রাশিফল
'IC কে বাধ্য করব মমতার পোষ্যদের গ্রেফতার করতে', দেশপ্রিয় পার্কে ঝাঁঝিয়ে উঠলেন Suvendu Adhikari
Kolkata-র রাজপথে Mamata Banerjee-র বিরুদ্ধে চরম হুঙ্কার Suvendu Adhikari-র, দেখুন | Suvendu A