গোটা মার্চ মাস জুড়ে প্রেম জীবন কাটবে আনন্দে, দেখে নিন কাদের সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়বে

Published : Mar 01, 2023, 11:55 AM IST
Kiss day

সংক্ষিপ্ত

প্রেমের ক্ষেত্রে ভালো সময় শুরু হতে চলেছে এই তিন রাশির। প্রেম জীবনে সকল বাধা দূর হবে। তেমনই কোনও কলহ থাকলে তার থেকে পেতে পারেন মুক্তি। দেখে নিন তালিকায় কে কে আছেন।

দাম্পত্য সম্পর্ক হোক কিংবা প্রেমের সম্পর্ক, তা ভালো থাকুক সকলেই চান। প্রেম জীবন ভালো থাকলে মন ভালো থাকে। এর প্রভাবে দিন ভালো কাটে সকলের। তবে, প্রেম জীবন কেমন কাটবে তা জেনে নিন আগে থেকে। শাস্ত্রে রয়েছে এর ব্যখ্যা। শাস্ত্র মতে, আপনার রাশির ওপর গ্রহের প্রভাব কেমন আছে তার ওপর নির্ভর করে দিন কেমন কাটবে। তেমনই প্রেমের ক্ষেত্রে দিন কেমন কাটবে তাও নির্ভর করে গ্রহের অবস্থানের ওপর। সেই অনুসারে, প্রেমের ক্ষেত্রে ভালো সময় শুরু হতে চলেছে এই তিন রাশির। প্রেম জীবনে সকল বাধা দূর হবে। তেমনই কোনও কলহ থাকলে তার থেকে পেতে পারেন মুক্তি। দেখে নিন তালিকায় কে কে আছেন।

মেষ রাশি

২১ মার্চ থেকে ১৯ এপ্রিলের মধ্যে কারও জন্ম হলে তার রাশি মেষ। মার্চ মাসটি মেষ রাশির জন্য অনুকূল। আজ প্রেম জীবনের সকল জটিলতা দূর হবে। আজ সংবেদনশীল ও সহানুভূতিশীল অনুভব করবেন। সঙ্গীর সঙ্গে সকল বিবাদ থেকে পাবেন মুক্তি। এই মাসে এক সঙ্গে ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে। দিনটি উপভোগ করুন। সঙ্গে মাস ভালো কাটান।

মিথুন রাশি

২১ মে থেকে ২০ জুনের মধ্যে কারও জন্ম হলে তার রাশি মিথুন। মাসটি ভালো কাটবে মিথুন রাশির। আজ গ্রহের পরিবর্তনের ফলে সঙ্গীর সঙ্গে প্রেম বাড়তে পারে। আজ দুজনের ঘনিষ্ঠতা বাড়বে। একে অপরকে সময় দিন। আজ পুরনো কোনও বিবাদ নয়। বরং এক সঙ্গে সময়টা উপভোগ করুন। আনন্দে কাটান গোটা মাস।

কন্যা রাশি

২৩ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে কারও জন্ম হল হলে তার রাশি কন্যা। মাসটি কন্যা রাশির জন্য শুভ। প্রেমের ক্ষেত্রে আজ তো বটেই সঙ্গে এই মাস ভালো কাটবে। প্রেম জীবনে আসতে পারে সুসংবাদ। এই মাসে সম্পর্কে আসতে চলেছে নতুন মোড়। সম্পর্কে আত্মবিশ্বাস বজায় থাকবে। সকল জটিলতা থেকে পাবেন মুক্তি। দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল বিবাদ ভুলে সম্পর্কে আনুন নতুন মোড়।

ভবিষ্যত জানতে সকলেই শাস্ত্রের ওপর চোখ রাখেন। শাস্ত্র মতে, গ্রহের অবস্থার অনুকূল হলে সময় ভালো কাটে। সেই অনুসারে ভালো সময় শুরু হতে চলেছে এই তিন রাশির। প্রেমের ক্ষেত্রে ভালো সময় শুরু হতে চলেছে। তাই উপভোগ করুন পুরো সময়।

 

আরও পড়ুন

১ মার্চ শারীরিক জটিলতায় ভুগতে এই চার রাশির জাতক জাতিকা, দেখে নিন দৈনিক রাশিফল

রইল সংখ্যাতত্ত্বের গণনা, দেখে নিন জ্যোতিষ বিচারে কেমন কাটবে আজকের দিন

প্রথম ডেটিং নিয়ে দুশ্চিন্তায় ভোগেন, কী করবেন তা ঠিক করে উঠতে পারেন না এই রাশির ছেলে মেয়েরা

 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নিতে হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: অর্থ উপার্জনের একাধিক সুযোগ পাবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল