One-sided love: রইল পাঁচ রাশির কথা, একতরফা সম্পর্কে থাকতে পছন্দ করেন এরা, দেখে নিন তালিকা

Published : Mar 27, 2023, 08:09 PM IST
Kiss day

সংক্ষিপ্ত

কেউ পার্টনারের ওপর অধিক নির্ভর করেন, কেউ সম্পর্কে গোপনীয়তা রক্ষা করতে চান তো কেউ কেউ কেউ অন্ধের মতো পার্টনারকে বিশ্বাস করেন। আজ রইল কয় রাশির কথা। এক তরফা সম্পর্কে থাকতে পছন্দ করেন এরা, দেখে নিন তালিকায় কে কে আছেন।

প্রেম নিয়ে সকলের মানসিকতা ভিন্ন। কেউ পার্টনারের ওপর অধিক নির্ভর করেন, কেউ সম্পর্কে গোপনীয়তা রক্ষা করতে চান তো কেউ কেউ কেউ অন্ধের মতো পার্টনারকে বিশ্বাস করেন। আজ রইল কয় রাশির কথা। এক তরফা সম্পর্কে থাকতে পছন্দ করেন এরা, দেখে নিন তালিকায় কে কে আছেন।

বৃষ রাশি

একগুঁয়ে স্বভাবের হন বৃষ রাশির ছেলে মেয়েরা। এরা নিজস্ব চাহিদার প্রতি বেশি মন দিয়ে থাকেন। এদের প্রেমের সম্পর্ক খুবই জটিল হয়। এরা সম্পর্কে পরিবর্তন চান না। জীবনের কোনও পরিবর্তনের সঙ্গে সহজে খাপ খাইয়ে নিতে পারেন না। এরা একতরফা সম্পর্কের মধ্যে থাকতে ভালোবাসেন।

কর্কট রাশি

যত্নশীল স্বভাবের মানুষ হন কর্কট রাশির ছেলে মেয়েরা। এরা আবেগপ্রবণ ও সংবেদনশীল হয়ে থাকেন। তবে, এরা সঙ্গীকে আঁকড়ে থাকতে ভালোবাসেন। পার্টনারের অনুভূতি কী তা নিয়ে এদের মাথা ব্যথা থাকে না। এরা একতরফা সম্পর্কে থেকেও আনন্দ পান। চিনে নিন এই রাশির ছেলে মেয়েদের।

তুলা রাশি

শান্ত প্রকৃতির মানুষ হন এরা। সব সময় সংঘাত এড়িয়ে চলতে চান। তবে, এদের প্রেম জীবন হয় জটিল। সম্পর্কে নিজের চাহিদাকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন এরা। য়ে কারণে এদের পার্টনারের সঙ্গে প্রায়শই সমস্যা হয়। তবে, সম্পর্কে এরা আত্মত্যাগ ও আপস করতে চান না। এরা একতরফা ভালোবাসায় বিশ্বাসী। নিজের মনের মতো করে সম্পর্ককে ভেবে থাকেন এরা।

ধনু রাশি

স্বাধীন ও দুঃসাহসী মানসিকতার অধিকারী হন ধনু রাশি ছেলে মেয়েরা। এদের কমিটমেন্ট ফোবিয়া থাকে। এরা সম্পর্কে স্বাধীনতা চান। পার্টনারের সঙ্গে সঠিক মানসিক সম্পর্ক গঠন করতে চান না এরা। এরা গুরুত্বপূর্ণ কথোপকথন সব সময় এড়িয়ে চলেন। সে কারণে একতরফা প্রেম এদের বেশি পছন্দ।

মীন রাশি

সহানুভূতিশীল স্বভাবের মানুষ হন এরা। এরা সম্পর্কের প্রতি দায়িত্ব পালন করেন। তবে, এদের প্রেম নিয়ে ভিন্ন মানসিকতা। এদের সম্পর্ক নিয়ে চিন্তায় থাকেন। সে কারণে একতরফা প্রেম এদের বেশি পছন্দ।

বৈদিক শাস্ত্র মতে, চিনে নিন এই কয় রাশির ছেলে মেয়েদের। এরা সকলের থেকে আলাদা হয়। একতরফা সম্পর্কে বিশ্বাসী হন এরা। মেষ, মিথুন, সিংহ, কন্যা, বৃশ্চিক, মকর ও কুম্ভ রাশির ছেলে মেয়েরা আলাদা হন। এরা আবার একতরফা সম্পর্কে বিশ্বাস করেন না।

 

আরও পড়ুন

এই রাশিগুলি এই সপ্তাহের প্রতিটি কাজে সফলতা মিলবে, দেখে নিন এই সপ্তাহের রাশিফল

আজ ভাগ্য সঙ্গে দেবে এই দুই তারিখের জাতক-জাতিকার, দেখে নিন সংখ্যাতত্ত্বের গণনা

২৭ মার্চ দিনটি কাটবে খারাপ ভাবে, গোটা দিন সতর্ক থাকুন এই তিন রাশির ছেলে মেয়েরা

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: আজ সম্পর্কে শান্তি এবং ঘনিষ্ঠতা বিরাজ করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: এদের জন্য আজ লাভজনক দিন ! দেখে নিন আজকের আর্থিক রাশিফল