১৭ জানুয়ারি শনিদেবের কৃপায় ভাগ্য ফিরবে এই চার রাশির, সৌভাগ্যের হাত ধরে মিটবে অর্থকষ্ট

Published : Jan 01, 2023, 11:24 PM IST
shani margi 2022

সংক্ষিপ্ত

দীর্ঘ ৩০ বছর পরে শনিদেব কুম্ভরাশিতে প্রবেশ করতে চলেছেন। কুম্ভরাশি হল শনিদেবেহ নিজের রাশি। শনিদেবের এই কুম্ভরাশিতে গোচরের কারণে বেশ কয়েকটি রাশির জাতক ও জাতিকাদের ভাগ্য খুলে যাবে

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিদেবকে বলা হয় কর্মফলের দেবতা। শনির কৃপা পাওয়া কিছুটা হলেও কঠিন। কিন্তু শনির ক্রোধ বা কোপ খুবই খারাপ। কাজে বা সাফল্যের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। শনিদেবের কোপ পড়লে পরিবারেও সুখ স্বাচ্ছন্দ্য উধাও হয়ে যায়। পরিবারে অশান্তি লেগেই থাকে। তবে ভাল কাজ করলে শনিদেবের কৃপা পাওয়া যায়।

দীর্ঘ ৩০ বছর পরে শনিদেব কুম্ভরাশিতে প্রবেশ করতে চলেছেন। কুম্ভরাশি হল শনিদেবেহ নিজের রাশি। শনিদেবের এই কুম্ভরাশিতে গোচরের কারণে বেশ কয়েকটি রাশির জাতক ও জাতিকাদের ভাগ্য খুলে যাবে। তাঁরা শনির দশা থেকে মুক্তি পাবেন। তাদের জীবনে ভাল সময় আসবে। আর সেই রাশির জানক আর জাতিকাদের সুসময় শুরু হবে আগামী ১৭ জানুয়ারি থেকে।

শনিদেবের কুম্ভরাশিতে গোচরের কারণে চার রাশির জাতক আর জাতিকাদের জীবনে সৌভাগ্যের দরজা খুলে যেতে চলেছে। সেই রাশিগুলি হল হলঃ

ধনু রাশি

আগামী ১৭ জানুয়ারি শনির সাড়ে সাতি থেকে মুক্তি পাবেন ধনু রাশির জাতক ও জাতিকারা। তাদের জীবনের অনেক সংকট কেটে যাবে। সুসময় আসতে শুরু করবে। এই রাশির মানুষরা মানসিক অবসাদ থেকে মুক্তি পাবেন। সাফল্য পাবেন একাধিক ক্ষেত্রে।

মিথুন রাশি

১৭ জানুয়ারি শনিদেবের কুম্ভ রাশিতে প্রবেশের ফলে সৌগাভ্যের দরজা খুলে যাবে মিথুন রাশির জন্য এই রাশির জাতক ও জাতিকারা চিন্তা থেকে মুক্তি পাবেন। কেরিয়ারের জন্য সুসময় আসতে শুরু করবে।

তুলা রাশি

শনির মহাদশা কাটতে চলেছে তুলা রাশির জন্য। ১৭ জানুয়ারি এদের জীবনে সুসময় উপস্থিত হবে। মনের ওপর থেকে চাপ কেটে যাবে। মানসিক সুখ আর শান্তি পাবেন এই রাশির মানুষরা। আর্থিক সমস্যা মিটে যাবে।

কুম্ভ রাশি

কুম্ভরাশির অধিপতি হলেন শনিদেব। ৩০ বছর পর শনিদেব তাঁর নিদের গ্রহে অর্থাৎ গৃহে প্রবেশ করছেন। তাই এই সময়টা কুম্ভরাশির জন্য খুবই ভাল। এই রাশির জাতক ও জাতিকাদের জীবনে সৌভাগ্য আসবে। উন্নতির দরজা খুলে যাবে।

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সম্পর্ক শুভ পরিণয়ে সম্পন্ন হবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: এদের জন্য আজ লাভজনক দিন ! দেখে নিন আজকের আর্থিক রাশিফল