Akshaya Tritiya 2025: অক্ষয় তৃতীয়ায় ঝাড়ুর নীচে রাখুন এই জিনিস, রাতারাতি ভাগ্য বদল হবে আপনার

Published : Apr 30, 2025, 11:15 AM IST

Akshaya Tritiya 2025: অক্ষয় তৃতীয়ায় ঝাড়ুর বিশেষ টোটকা পালন করলে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসতে পারে। নতুন ঝাড়ু কিনে, রূপোর মুদ্রা রেখে এই টোটকা পালন করলে ভাগ্য পরিবর্তন সম্ভব।

PREV
114

কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বন। আর তালিকায় আছে অক্ষয় তৃতীয়াও।

214

আজ সকাল থেকে চারিদিকে পুজো পুজো রব। পালিত হচ্ছে অক্ষয় তৃতীয়া।

314

প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়। অক্ষয় তৃতীয়া বছরে আসা ৪ টি অবুঝ মুহূর্তের মধ্যে একটি, অর্থাৎ এই দিনে যেকোনো শুভ কাজ শুভ মুহূর্ত দেখে করা যায়।

414

এই অক্ষয় তৃতীয়া নিয়ে অনেক বিশ্বাস এবং ঐতিহ্য জড়িত, যা একে বিশেষ করে তোলে।

514

অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা খুব শুভ মনে করা হয়। এই ঐতিহ্যের সঙ্গে অনেক বিশ্বাস জড়িত, যার কারণে লোকেরা এই দিনে বিশেষভাবে সোনা কেনে।

614

তেমনই এই দিন বিশেষ টোটকা করলেই জীবনে আসতে পারে সুখ ও শান্তি। সংসার ভরে উঠতে পারে খুশিতে।

714

শাস্ত্র মতে, ঘরে রাখা ঝাড়ু দেবী লক্ষ্মীর সঙ্গে সম্পর্তিত। এবং ঝাড়ুর সঙ্গে সম্পর্কিত অনেক শুভ লক্ষণ আছে। ঝাড়ু দারিদ্র্য, ঝগড়া সম্পর্কিত অনেক সমস্যা দূর করে।

814

ঝাড়ু বাড়ির সদস্যদের অনেক ধরনের রোগ থেকে মুক্তি দেয়। দূর করে দুঃখ।

914

অক্ষয় তৃতীয়ার দিনে এক বিশেষ টোটকা পালন করুন এই ঝাড়ু দিয়ে। এতে আপনার ভাগ্য পরিবর্তন হবে।

1014

অক্ষয় তৃতীয়ার দিন ঝাড়ু কিনুন। পুরনো ঝাড়ু সরিয়ে দিয়ে নতুন ঝাড়ু ব্যবহার করতে হব। এটি ঝাড়ু পরিবর্তনের সেরা তিথি মনে করা হয়।

1114

এই দিন ঝাড়ু আকাশের খোলা নীচে রাখবেন না। অনেকেই ছাদে বা বারান্দায় ঝাড়ু রাখে। এই ভুল একেবারে নয়। ঝাড়ু খোলা জায়গায় রাখলে জীবনে অশান্তি দানা বাঁধে।

1214

ঝাড়ুর নীচে রূপোর মুদ্রা রাখুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে মুদ্রা রেখে যান। যদি রূপোর মুদ্রা না থাকে তাহলে ১ টাকাও রাখতে পারেন।

1314

অক্ষয় তৃতীয়ার দিন সকালে ভালো করে ঘর পরিষ্কার করে নিন। তারপর নির্দিষ্ট স্থানে রূপোর মুদ্রা বা ১ টাকা রেখে দিন।

1414

তারপর সেই টাকার ওপর রাখুন ঝাড়ু। পরের দিন তা তুলে নিন। এবার সেই টাকাটি আপনার মানি ব্যাগে অথবা টাকার জায়গায় রাখুন।

Read more Photos on
click me!

Recommended Stories