- Home
- Astrology
- Horoscope
- Akshaya Tritiya 2025: এই অক্ষয় তৃতীয়ায় ঘরে আনুন এই জিনিস! সাফল্যের সঙ্গে জীবনে হবে অর্থের বন্যা
Akshaya Tritiya 2025: এই অক্ষয় তৃতীয়ায় ঘরে আনুন এই জিনিস! সাফল্যের সঙ্গে জীবনে হবে অর্থের বন্যা
Akshaya Tritiya 2025: কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন সোনার দাম বেড়ে গিয়েছে হুড়মুড়িয়ে। তাই সোনা ছাড়া এদিন আর কী কী কেনা শুভ, তা অবশ্যই জেনে নিতে হবে।

বুধবার অক্ষয় তৃতীয়া। এদিন হিন্দুদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন সোনার দাম বেড়ে গিয়েছে হুড়মুড়িয়ে। তাই সোনা ছাড়া এদিন আর কী কী কেনা শুভ, তা অবশ্যই জেনে নিতে হবে।
সোনার দাম ছুঁয়েছে ১ লক্ষ টাকায়। তাই ইচ্ছে থাকলেও সোনা কিনতে পারছেন না সাধারণ মানুষ। এক্ষেত্রে অক্ষয় তৃতীয়ার দিন কী কিনবেন?
বুধবার ভোর সাড়ে ৫টা থেকে শুরু হয়ে গিয়েছে অক্ষয় তৃতীয়া। সোনার পাশাপাশি এদিন সম্পত্তি কেনা অত্যন্ত শুভ। এ ছাড়াও কিনতে পারেন গাড়ি।
বাড়ির প্রয়োজনীয় জিনিসগুলিও কিনতে পারেন এদিন। যেকোনও ব্যবসা শুরু করার জন্য আজ শুভ দিন।
এসবের পাশাপাশি চাল, ডাল, গুড় যেকোনও নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনা অক্ষয় তৃতীয়ায় শুভ।
এদিন নিজের সাধ্যমতো দান করা অত্যন্ত শুভ। তাই যেটুকু পারবেন দান করার চেষ্টা করুন। এতেই খুলে যাবে ভাগ্য।

