Zodiac Sings: মন উজার করে ভালবাসতে পারে এই ৫ রাশির মানুষ, আপনার সঙ্গী কেমন হবে জানুন

Published : Oct 19, 2023, 09:15 PM IST
Love Horoscope

সংক্ষিপ্ত

ভালবাসা- প্রত্যেক মানুষের জীবনে আসে। কিন্তু সঙ্গী কেমন হবে- সেও কি উজাড় করে ভালবাসতে পারবে। 

জ্যোতিষশাস্ত্র কিন্তু বলে দেয় মনের কথাও। মানুষের রোমান্টিক দিকগুলিও উন্মোচিত কর। ভালবাসা- প্রত্যেক মানুষের জীবনে আসে। কিন্তু সঙ্গী কেমন হবে- সেও কি উজাড় করে ভালবাসতে পারবে। তাই নিয়ে অনেকেই চিন্তিত হয়। জ্যোতিষ অনুযায়ী কয়েকটি রাশির জাতক ও জাতিকা রয়েছে যারা মন খুলে ভালবাসতে পারে।

মেষরাশি

এরা খুব আবেগ প্রবণ হয়। এরা যেকোনও সম্পর্কের গভীরে গিয়ে ভালবাসতে পারে। প্রেমের সমুদ্রে ডুব দিতে পছন্দ করে। মেষরাশির জাতক ও জাতিকারা প্রেমের ব্যাপারে খুব নির্ভিক হয়। স্নেহের ক্ষেত্রে ঝুঁকি নিতে ভয় পায় না। এরা এতটা আবেগ প্রবণ হয় যে প্রপোজ করে দুইবারের বেশি ভাবে না। এদের ভালবাসা স্বতঃস্ফূর্ত হয়। প্রবল উত্তেজনা থাকে। সঙ্গীর বিষয় বিশেষভাবে খেয়াল রাখে এরা।

বৃষরাশি

এই রাশির জাতক ও জাতিকারা স্থিতিশীল প্রেমিক ও প্রেমিকা হয়। এরা গভীরভাবে ভালবাসতে জানে। এরা দ্রুত প্রেমে পড়তে পারে। এরা সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা চায়। এরা শরীরিভাষার মাধ্যমে ভালবাসা প্রকাশ করতে ভালবাসে। এরা খুব স্নেহপ্রবণ হয়। তবে এদের ভালবাসা বিশ্বাসযোগ্যতা খুব হয়। এরা দীর্ঘস্থায়ী সঙ্গী হতে পারে।

কর্কটরাশি

এই রাশির জাতক ও জাতিকারা মনে মনে খুব প্রেমিক প্রমিক হয়। এদের মনটাই প্রেমে পরিপূর্ণ হয়। এরা সহজেই সঙ্গীর আবেগের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। এরা প্রিয়জনকে মঙ্গলকে অগ্রাধিকার দেয়। সঙ্গীর চাহিদাকে প্রাধান্য দেয়। এরা খুব স্নেহপ্রবণ হয়। এরা গভীরভাবে ভালবাসতে জানে।

বৃশ্চিকরাশি

তীব্র প্রেমিক প্রকৃতির হয়। প্রেমের ক্ষেত্রে এদের ১০০ শতাংশ বিশ্বাস করা যায়। এরা প্রবল আবেগপ্রবণ হয়। এদের ব্যক্তিত্ব এমন হয় যা অন্যকে প্রবলভাবে আকর্ষণ করে। বৃশ্চিক রাশি আনুগত্য থাকে। এরা যে কোনও সম্পর্কের ক্ষেত্রে প্রতিশ্রুতি রাখতে পছন্দ করে। ভালবাসার সঙ্গীকে এরা সর্বদা বিশ্বাস করে। স্নেহের অন্ধকার দিক নিয়ে কখনই চিন্তা করে না। প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারে। এরা সমাজের তুলনায় নিজেদের সম্পর্ক নিয়ে বেশি ভাবে।

মীনরাশি

এরা স্বপ্ন দেখতে ভালবাসে। কল্পনা প্রবণ হয়। তারা অবিশ্বাস্যভাবে সহানুভূতিশীল হয়। এরা সঙ্গীর আত্মার কাছাকাছি পৌঁছাতে চায়। এরা খুব রোমান্টিক অঙ্গভঙ্গি, চিন্তাশীল হয়। এরা মন্ত্রমুগ্ধের মত ভালবাসার সম্পর্কে যেতে পারে। নিঃস্বার্থ প্রেমিক হয়। এরা এতটাই প্রেমিক হয় যে স্বপ্ন বা ভাবের রাজ্যে বাস করতে পছন্দ করে।

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সম্পর্কের সমস্যাগুলি সমাধান করতে পারবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল