Astro Tips: চুল ঝরে যাচ্ছে! চুলের সমস্যার কারণ গ্রহের খারাপ অবস্থান - রইল জ্যোতিষ টোটকা

Published : Apr 11, 2023, 11:45 PM IST
hair falling

সংক্ষিপ্ত

চুলের সমস্যা সমাধানে জ্যোতিষ টোটকা। একই সঙ্গে রইল গ্রহের অবস্থানও। হিন্দু শাস্ত্রের বিধান অনুযায়ী জন্মছকে গ্রহের খারাপ অবস্থানই এর জন্য দায়ী 

ক্রমাগত চুল পড়ে যাচ্ছে। অনেক যত্ন নিচ্ছেন তাতেও সমস্যার সমাধান হচ্ছে না। ক্রমাগত বাড়ছে চুল পড়ার সমস্যা। আপনি কি জানেন এর জন্য দায়ী আপনার গ্রহের অবস্থান। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী চুল ঝরে পড়ার জন্য দায়ী কোষ্ঠীর অশুভ দশা। এই সমস্যা থাকলে বিশেষজ্ঞদের দেওয়া ওষুধও কাজ করে না। অনেক সময় মাথায় টাক পড়ে যায়। হিন্দু শাস্ত্রের বিধান অনুযায়ী জন্মছকে গ্রহের খারাপ অবস্থানই এর জন্য দায়ী।

জ্যোতিষ অনুসারে কারও জন্মছকে বুধ, কেতু ও রাহু দুর্বল হলে চুল পড়ার সমস্যা তৈরি হয়। এই তিন গ্রহ কোষ্ঠীতে অশুভ হলেও জাতকের চুল পড়ে যায়। তার কারণও রয়েছে। এই তিন গ্রহের অবস্থানের ওপর নির্ভর করে মানুষের চিন্তা, মানসিকতা। মনের ওপর চাপ বৃদ্ধি পাওয়ার কারণে চুল পড়ে যেতে পারে বলেও মনে করছেন জ্যোতিষবিদরা।

চুল পড়ার জন্য দায়ী গ্রহের অবস্থান-

জ্যোতিষ অনুযায়ী চুলের সঙ্গে সম্পর্ক রয়েছে রাহুল। রাহুর অবস্থান দুর্বল হলে চুল পড়ে যায়।

জন্ম কুণ্ডলীতে রাহু আর সূর্যের অবস্থান চুলের সমস্যার কারণ হয়।

রাহু ধনু বা বৃশ্চিকে অবস্থান করলে মাথায় টাক পড়তে পারে।

বুধ ষষ্ঠ বা অষ্টম ঘরের নিচে থাকলে চুল পড়তে পারে।

বুধের কিন্তু চুলের ওপর মারাত্মক ভাবে পড়ে। কারণ বুধ মনেক অবস্থা বা জ্ঞান বুদ্ধির কারক।

চুল পড়া কমাতে জ্যোতিষ টোটকা

রোজ রাত্রে তামার পাাত্রে জল রাখুন। সকালে সেই জল সূর্যকে নিবেদন করুন।

রাহুর কারণে যদি চুল পড়ে তারহলে বাড়িতে ছোট ছোট গাছ লাগান। সেগুলিতে নিয়মিত জল দিন।

রাহুর অবস্থান ভাল করার জন্য পাখিদের খেতে দিতে পারেন।

রাহুকে তুষ্ট রাখতে রাহু মন্ত্র জপ করুন।

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: স্বপ্নের সঙ্গীর সঙ্গে সময় কাটানোর প্রবল সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজকের দিনটি সাফল্যে পূর্ণ হবে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল