Astrology Travelling: ভুলেও এই তারিখগুলিতে ঘরের বাইরে পা রাখবেন না, সতর্ক বার্তা জ্যোতিষীদের

Published : Jun 22, 2025, 08:07 AM IST

Astro Travel Tips: ঘুরতে যেতে কে-না ভালোবাসে বলুন? উইকএন্ডে হোক কিংবা টানা তিন-চারদিনের ছুটি। সুযোগ পেলেই সবাই ঘুরতে যেতে পছন্দ করেন। কিন্তু চলতি বছরের এই দিনগুলিতে ঘুরতে যেতে মানা করছে স্বয়ং  জ্যোতির্বিজ্ঞান। জানুন ফটো গ্যালারিতে…  

PREV
18
ভ্রমণে নিষেধাজ্ঞা

জ্যোতিষশাস্ত্রের ভবিষ্যদ্বাণীতে আগেই বলা হয়েছিল যে, ২০২৫ সালে দেশ-বিদেশে দুর্ঘটনা, যুদ্ধ ব্যাপক বৃদ্ধি পাবে। বাড়বে সঙ্ঘাতের পরিবেশ। এরই মধ্যে সামনে এলো আরও চরম সতর্ক বার্তা।  

28
ঘুরতে গেলে বাড়বে দুর্ভোগ

এই বছরের শুরু থেকেই এমনিতেই সড়ক-রেলপথ হোক কিংবা আকাশপথ। ক্রমশ বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ প্রাণ কাড়ছে মানুষের। 

38
জ্যোতির্বিজ্ঞানের সতর্ক বার্তা

চলতি বছরে যেভাবে দুর্ঘটনা ও দুর্যোগের সংখ্যা বাড়ছে তাতে জ্যোতির্বিজ্ঞানীরা গ্রহের অবস্থানকে একটি বড় কারণ বলে মনে করছে। জ্যোতিষ অরুণ কুমার ব্য়াসের মতে, ২০২৫ সালের মূলাঙ্ক  হল ৯। এই অঙ্কের অধিপতি মঙ্গল গ্রহ। 

48
মূলাঙ্কে বিপদ

জ্যোতিষ শাস্ত্র মতে ২০২৫ সালের মূলাঙ্ক যেহেতু ৯। তার জন্য মঙ্গলের গ্রহ বৃশ্চিক- মেষ রাশির অধিপতি এবং এর স্বভাব উগ্র বলে মনে করা হচ্ছে। যারফলে ২০২৫ সালে অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হতে পারে। 

58
মঙ্গলের বিশেষ প্রভাব

এই বছর ঘুরতে যাওয়ার সময় সতর্ক থাকতে হবে। কারণ গ্রহের সেনাপতি হিসেবে পরিচিত মঙ্গলের বিশেষ প্রভাব রয়েছে এই বছর। যারফলে এই বছর দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে। সামরিক সঙ্ঘাতের আশঙ্কাও তীব্রতর হয়েছে। 

68
মঙ্গল ও কেতুর যুতি কুজ

জানা গিয়েছে, সিংহ রাশিতে মঙ্গল ও যুতি কুজ ও কেতু যোগের সৃষ্টি হয়েছে। যা জুলাই মাসের ২৮ তারিখ পর্যন্ত কার্যকর থাকবে। এটি একটি অত্যন্ত অশুভ যোগ বলে ধরা হয়েছে। এই গ্রহযোগের ফলে পরিবহন ব্যবস্থার উপর কুপ্রভাব পড়বে। সড়ক ও রেলপথে ঘুরতে গেলে দুর্ঘটনা বাড়তে পারে।  

78
মারকেশ যোগ

জ্যোতিষ শাস্ত্র মতে, ২০২৫ সালের কিছু তারিখ মারকেশ যোগের সঙ্গে যুক্ত। এই যোগকে মৃত্যুসম কষ্টদায়ক বলে মনে করা  হয়। ফলে এই তারিখগুলিতে কোনও প্রকার যাত্রা সেটা  জলপথ হোক কিংবা আকাশপথ, রেলপথ তা অশুভ বলেই মনে করা হচ্ছে। 

88
কোন কোন তারিখে ঘুরতে যাবেন না?

জুন মাসের ২২ তারিখ। জুলাই মাসের- ১,৫,৮,১৬,২২, ২৬। অগাস্ট মাসের ২,৬,১৩,২৩, ৩০। সেপ্টেম্বর মাসের ২,৯,১৩,১৬,২০, ২৩, ২৭। অক্টোবর মাসের-  ৪.৮,১১,১৪ ২৮। নভেম্বর মাসের- ৪,১১,১৫,২২, ২৫, ২৯। 

ডিসেম্বর মাসের-২,৬,৯,১৩,১৬, ২৩।  

Read more Photos on
click me!

Recommended Stories