Astro Tips: বৃহস্পতি কবচ হল অর্থ আর সমৃদ্ধি লাভের মূল পথ, জানুন এটি কী

বৃহস্পতি সঠিক অবস্থানে থাকলে জীবনে যেকোনও বাধাও সহজে পার হওয়া যায়। কিন্তু বৃহস্পতিতে তুষ্ট করার জন্য প্রয়োজনীয় হল বৃহস্পতি কবচ।

 

Saborni Mitra | Published : Sep 26, 2023 6:28 PM IST

হিন্দু ধর্মে দেবগুরু হলেন বৃহস্পতি। ধনু ও মীন রাশির অধিপতি বৃহস্পতি। বৃহস্পতি জ্ঞান, শিক্ষা, সমৃদ্ধি, বৈভবের কারণ। কোনও মানুষের কোষ্ঠীতে বৃহস্পতি দূর্বল থাকলে তার জীবনে বাধা তৈরি হয়। অর্থলাভে প্রচুর সমস্যা হয়। শারীরিক সমস্যাও তৈরি হয়। এছাড়াও চাকরি ও বিয়েতে সমস্যা তৈরি হয়। কিন্তু বৃহস্পতি সঠিক অবস্থানে থাকলে জীবনে যেকোনও বাধাও সহজে পার হওয়া যায়। কিন্তু বৃহস্পতিতে তুষ্ট করার জন্য প্রয়োজনীয় হল বৃহস্পতি কবচ।

বৃহস্পতি কবচ-

Latest Videos

কোষ্ঠীতে বৃহস্পতি অশুভ অবস্থানে থাকলে নিয়মিত বৃহস্পতি কবচ বা বৃহস্পতির মন্ত্র পাঠ করা উচিৎ। এতে দেবগুরু বৃহস্পতি তুষ্ট হয়ে আশীর্বাদ করেন। জীবনে অর্থলাভের বাধা দূর হয়। বিয়ের বাধা ও চাকরির বাধাও দূর হয়। জীবনে সুখ আর সমৃদ্ধি বাড়তে থাকে। বৃহস্পতি কবচ হল দেব গুরু বৃহস্পতির মন্ত্র। বৃহস্পতিবার অবশ্যই এই মন্ত্র দিনে তিনবার জপ করতে হবে। তাহলেই দেবগুরুর আশীর্বাদ পাওয়া যাবে বলে মনে করেন অনেকে।

বৃহস্পতি মন্ত্র

ওম গ্রা গ্রা সহ গুরুভে নমঃ।

ওম বৃহস্পতিয়ে নমঃ।

বৈদিক মন্ত্র

গুরুর বৈদিক মন্ত্র

ওম বৃহস্পেতে আতি যদার্যো অর্হদ দ্যুমদ্ভিভাতি ক্রতুমজ্জনেষু

য়দ্দিদয়চ্ছ্বাস ঋতপ্রজত তদসমসু দ্রবীণম ধেহ চিত্রম্।

বৃহস্পতি শান্তি মন্ত্র

দেবনাম চ ঋষিনাম্ গ গুরুম কাঞ্চন সন্নিভম্।

বুদ্ধিভূতম্ ত্রিলোকেশম্ তন নমামি বৃহস্তম্।

ওম বৃহস্পতিয়ে নমঃ।

ওম গ্র্যা গ্রী গ্রী সহ গুরুভে নমঃ।।

ওম হি নমঃ।

ধ্যান মন্ত্র

রত্নশতাপদ বস্ত্র রাশিমলম দক্ষিণকিরন্তম্ করদাসিনম্,

বাজারোকরম নিদ্ধাতম রত্নদিরশৌ পরম।

মাখিলঙ্করম সম্ভুষিতম,

বিদ্যাসাগর পরগাম সুরগুরুম বন্দে সুবর্ণপ্রভম।

Share this article
click me!

Latest Videos

৫০০০ টাকা ধার শোধ করতে না পারায় যা ঘটল! দুপক্ষই থানার দ্বারস্থ | Berhampore News Today | Bangla News
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
সিঙ্গুরের রাস্তায় জগদ্ধাত্রী শোভাযাত্রায় পা মেলালেন সাংসদ রচনা ব্যানার্জী! | Jagadhatri Puja 2024
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today
ঘটনাকে চাপছে কারা! কার ভয়ে মুখ খুলছে না সঞ্জয়! ভালো করে দেখুন | RG Kar Case | Kolkata Doctor News