প্রত্যেকটি প্রাণীরই একটি অভ্যন্তরীণ জ্ঞান বা ষষ্ঠ ইন্দ্রিয় রয়েছে, মানুষ ছাড়া অন্যান্য সকল প্রাণীরই সেই ইন্দ্রিয় অতিরিক্ত সজাগ থাকে বলে মনে করা হয়। মানুষ যা দেখতে পায় না, অন্যান্য অবোলা প্রাণীরা খুব সহজেই অনুভূতি দিয়ে তা টের পায়। প্রাচীন মিশরীয়রা মনে করতেন, বিড়ালদের সাথে আধ্যাত্মিকতার খুব দৃঢ় যোগাযোগ রয়েছে। রাতের বেলা বিড়াল ডাকলে তার অর্থ ভিন্ন ভিন্ন রকমের হতে পারে।