- Home
- Astrology
- Horoscope
- কুষ্ঠিতে যদি বিরাজ করে রাহু গ্রহের অশুভ প্রভাব, তাহলে তা নিরাময় করবেন কীভাবে? জেনে নিন সহজ কয়েকটি উপায়
কুষ্ঠিতে যদি বিরাজ করে রাহু গ্রহের অশুভ প্রভাব, তাহলে তা নিরাময় করবেন কীভাবে? জেনে নিন সহজ কয়েকটি উপায়
- FB
- TW
- Linkdin
জীবন থেকে রাহুর দশা কাটাতে হলে প্রথমেই মনে রাখতে হবে, যে গ্রহ এবং সপ্তাহের যে বার রাহু গ্রহের ওপর প্রভাব বিস্তার করে, সেই বার বা গ্রহকে উদ্দেশ করে নিয়ম পালন করতে হবে।
রাহুর ক্ষতিকর প্রভাব কমাতে জাতক-জাতিকাদের সাহায্য করবে শুক্রবার। সাধারণত সকাল ৬টা থেকে একটি দিনের গণনা শুরু হলেও, জ্যোতিষীদের মত একটু ভিন্ন।
জ্যোতিষীরা বলছেন, যে স্থানে যখন সূর্যোদয় হয়, সেই স্থানে তখন থেকে একটি দিনের গণনা করা উচিত। অর্থাৎ, আপনি যেখানে আছেন, সেখানে সূর্যোদয় দেখে শুরু হবে শুক্রবারের দিন।
রাহু গ্রহকে নিয়ন্ত্রণ করে বৃহস্পতি। রাহু এবং বৃহস্পতি যদি মিলিতভাবে অবস্থান করে, তাহলে তৈরি হয় চণ্ডাল যোগ। এই যোগ জাতক-জাতিকাদের আর্থিক ক্ষতি করতে পারে।
সেই সময়ে ব্যবসায় বড়সড় বিনিয়োগ, শেয়ার বাজারে লগ্নি বা কোনওরকম আর্থিক ঝুঁকি না নেওয়াই ভালো।
রাহুর দশায় যাঁরা ডুবে আছেন, সেই সমস্ত জাতক-জাতিকাদের ক্ষেত্রে একটু দান-ধ্যান করা ভালো। নিজের ক্ষমতা অনুযায়ী অভাবী মানুষদের সাহায্য করলে কুপ্রভাব থেকে প্রতিকার পাবেন।
ভগবান শিবের কাছে নিয়মিত বেলপাতা অর্পণ করলে রাহুর দোষ থেকে নিস্তার পাওয়া যায়।
প্রত্যেকদিন নিয়ম করে যদি বাড়িতে কর্পূর জ্বালান, তাহলে অশুভ এবং নেতিবাচক শক্তি ঘর থেকে দূর হয়ে যাবে।
কোনও রকম মাদকাসক্তি থেকে দূরে থাকুন। নেশার দ্রব্য রাহুর দোষ আরও বাড়িয়ে তোলে। তার বদলে ফল বা শাকসবজি খাওয়া বাড়িয়ে দিন।
রাহুর দোষ থেকে মুক্ত হতে গেলে নিয়মিত ১০৮ বার করে জপ করুন একটি বিশেষ মন্ত্র:-