দেখে নিন কেমন কাটবে আজকের দিন, কার জন্য দিনটি অনুকূল, কার জীবনে আসতে পারে বাধা

প্রতিদিন ভালো কাটুক তা সকলেরই কাম্য়। শাস্ত্র মতে, আপনার রাশির ওপর গ্রহের প্রভাব কেমন আছে তার ওপর নির্ভর করে আপনার দিন কেমন কাটবে। রইল জ্যোতিষ গণনা। দেখে নিন কেমন কাটবে আপনার দিন।

Web Desk - ANB | Published : Feb 9, 2023 4:11 AM IST
112

মেষ (Aries) 
রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। আজকের দিনটি অনকূল নয়। আজ কর্মক্ষেত্রে নানান বাধা আসতে পারে। নিজের যোগ্যতার জোড়ে সমস্যা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করুন। আজ গোটা দিন সতর্ক থাকুন। আজ আবসাদে ভুগতে পারেন। দাম্পত্য জীবন কাটবে সুখে। প্রেম জীবনে হতাশা জনক কিছু ঘটতে পারে। 
 

212

বৃষ (Taurus) 
রাশির দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। গোটা দিন মোটামুটি কাটবে বৃষ রাশির। পারিবারিক কাজে মন দিন। কর্ম সংক্রান্ত শুভ সংবাদ পেতে পারেন। আজ কোনও নতুন চুক্তি হতে পারে। যে কোনও সিদ্ধান্ত গ্রহণের আগে বিস্তারিত জেনে নিন। আজ নিজের আবেগ রাখুন নিয়ন্ত্রণে। 
 

312

মিথুন (Gemini) 
রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। আজকের দিনটি ভালো কাটবে মিথুন রাশির। মানসিক অবসাদ থেকে মিলবে মুক্তি। তেমনই ভবিষ্যত নিয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারেন। আজ জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ আসবে। আজ পেতে পারেন ভালো কোনও উপহার।   
 

412

কর্কট (Cancer) 
রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র। আজকের দিনটি ভালো কাটবে কর্কট রাশির। নানা কাজে আসবে সাফল্য। আপনার কাজ সর্বত্র প্রশংসিত হবে। তেমনই দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে। পুরনো কোনও বিবাদ টেনে আনহেন না। আজ কর্মক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে উপকার পাবেন। 
 

512

সিংহ (Leo) 
রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। আজকের এই রাশি পড়ুয়াদের জন্য দিনটি অনুকূল। আজ নানা কাজে আসবে সাফল্য। চাকরির সংবাদ পেতে পারেন। তেমনই যারা বিদেশি ব্যবসার সঙ্গে যুক্ত তাদের কাজে ইতিবাচক পরিবর্তন আসবে। আজ দাম্পত্য জীবনেও সুখ বজায় থাকবে।   
 

612

কন্যা (Virgo) 
রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। আজ সর্বক্ষেত্রে আসবে সাফল্য। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। তেমনই যে কোনও কাজে বন্ধুদের সাহায্য পেতে পারেন। আজ কোনও ব্যক্তির সাহায্য পেতে পারেন। দিনটি কাটবে অনুকূল ভাবে। আজ নিজের স্বাস্থ্যের দিতে যত্ন রাখুন। 
 

712

তুলা (Libra) 
রাশি চক্রের সপ্তম রাশি হল তুলা। এই রাশি অধিকর্তা গ্রহ হল শুক্র। নিজের ব্যবসায় নতুন সুযোগ আসবে। আজ রাজনীতিক সঙ্গে জড়িত ব্যক্তিরা সফল হবেন। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় না রাখতে পারলে হতে পারে বিপদ। আজ আটকে থাকা টাকা উদ্ধার হবে।  
 

812

বৃশ্চিক (Scorpio) 
রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল।  নানা কাজে আসবে বাধা। পরিবারের সঙ্গে হতে পারে সমস্যা। জটিলতার মধ্য দিয়ে কাটবে দিন। তবে, আজ আটকে থাকা টাকা পেতে পারেন। কিংবা হারিয়ে যাওয়া কোনও জিনিস ফেরত পেতে পারেন। সতর্ক না থাকলে হতে পারে বিপদ। 
 

912

ধনু (Sagittarius) 
রাশি চক্রের নবম রাশির হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। ধনু রাশির জন্য আজকের দিনটি অনুকূল। আজ জীবনসঙ্গীর সঙ্গে ভালোভাবে দিন কাটবে। আজ গোটা দিন থাকুন সতর্ক। কারও সঙ্গে বিবাদে জড়াবেন না। সব কাজে আসবে সাফল্য।
 

1012

মকর (Capricorn) 
রাশি চক্রের দশম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ হল শনি। আজ কর্মক্ষেত্রে ভালো কাটবে দিনটি। আনন্দের সংবাদ পেতে পারেন। কাজের চাপ থাকবে আজ। বিরোধীদের ওপর প্রভাব বিস্তার করবেন। ব্যবসায়িক প্রকল্প মজবুত হবে। পারিবারিক জীবনে শুভ সংবাদ পাওয়ার আনন্দিত হবে। 
 

1112

কুম্ভ (Aquarius) 
রাশি চক্রের একাদশ রাশি হল কুম্ভ। এই রাশির অধিকর্তা শনি। দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে। কর্মক্ষেত্রে কারও সঙ্গে বিবাদ জড়াবেন না। ভাই-বোনের সঙ্গে সম্পর্কে উন্নত হবে। কর্মক্ষেত্রে কারও সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে থাকেন। সতর্ক থাকুন গোটা। ভাই-বোনর সম্পর্ক উন্নত হবে।

1212

মীন (Pisces) 
রাশি চক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি। পারিবারিক জীবন সুখে কাটবে। প্রেম জীবনে ওঠা পড়া দেখতে পারেন। রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতা লাভ করবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হবে। প্রেম জীবনে ওঠা-নানা দেখতে পারেন। চাকরিক্ষেত্রে আজ উন্নত হবে।  
 

Share this Photo Gallery
click me!

Latest Videos