প্রদীপ সাজাতে ঘাটে আসেন নারী, শিশু ও যুবকরা
কাশীতে, এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে, সোমবার বিকেলে দীপোৎসবের জন্য লক্ষাধিক ভিড় গঙ্গার তীরে হাঁটতে শুরু করে। সন্ধ্যা নামার আগেই ঘাটের সিঁড়িগুলো সাধুদের ভিড়ে ঠাসা। নারী, শিশু ও যুবকরা পুরো উৎসাহে প্রদীপ সাজাতে ঘাটে নামে। কোথাও সুরসারির ঘাটে স্বস্তিক, কোথাও ওম নমঃ শিবায় আবার কোথাও হর হর মহাদেবের স্লোগানে প্রদীপের আল্পনায় জ্বলে ওঠে।