ভোর ৩টে নাগাদ ঘুম ভেঙে যাচ্ছে? জেনে নিন এটি শুভ নাকি অশুভ ইঙ্গিত, রইল শাস্ত্র মত

Published : Aug 23, 2024, 02:06 PM IST
sleep

সংক্ষিপ্ত

যারা ভোর ৩টে থেকে ৪টের মধ্যে ঘুম ভেঙে যায় তাদের জীবনে আসছে শুভ সময়। শাস্ত্র মতে, ভোর ৩টে থেকে ৪টের মধ্যবর্তী সময়টা খুবই গুরুত্বপূর্ণ।

‘এক ঘুমে সকাল’- কথাটার সঙ্গে অনেকেই পরিচিত। অনেকেই আছেন যারা রাতে তেমন ওঠেন না। আবার অনেকের বারে বারে ঘুম ভেঙে যায়। নিদ্রা নিয়ে অনেকেই নানান সমস্যায় ভোগেন। কারও ঘুম পাতলা ও কারও গভীর। কারও এক ঘুমে সকাল হয় তো কেউ বার বার ওঠেন। তেমনই কেউ বিছানায় গেলেই ঘুমিয়ে পড়েন তো কারও ঘুম আসতে দীর্ঘ সময় লাগে। তবে, জানেন কি, এরও জ্যোতিষ মত আছে।

সদ্য এক বিখ্যাত জ্যোতিষী বিশেষ ব্যখ্যা দিয়েছেন ঘুম নিয়ে। তিনি বলেছেন, যারা ভোর ৩টে থেকে ৪টের মধ্যে ঘুম ভেঙে যায় তাদের জীবনে আসছে শুভ সময়। শাস্ত্র মতে, ভোর ৩টে থেকে ৪টের মধ্যবর্তী সময়টা খুবই গুরুত্বপূর্ণ। একে বলে ব্রক্ষ্ম মুহূর্ত। এই সময় প্রাকৃতিক শক্তি আমাদের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করে। তাই এই সময় কারও ঘুম ভাঙলে তা প্রাকৃতিক সংকেত হিসেবে বিবেচনা করা উচিত। সময়টা ইতিবাচক শক্তিতে পূর্ণ থাকে। যা সঠিক ভাবে ব্যবহার করলে আমাদের জীবনে উন্নতি হবে। তাই এই সময় ঘুম ভেঙে গেলে উঠে বসা উচিত। 

এই সময় আপনার প্রিয় দেবতার ধ্যান বা নিঃশব্দে কোনও সাধনা করুন। এই সময় সাধনা বা জপ আমাদের বহু গুণ বেশি ফল দেবে। কোনও বিশেষ সাধনা না জানা থাকলে চুপচাু বসে দেবতার নাম জপ করুন। এতেও মিলবে উপকার। সময়টি সঠিক ভাবে ব্যবহার করলে জীবনে অলৌকিক পরিবর্তন আসতে পারে। উন্নতি, সম্মান এবং প্রতিপত্তি বাড়বে। তাই সময়টি শাস্ত্র মতে শুভ। ব্রক্ষ্ম মুহূর্তে জেগে ওঠা শুভ লক্ষণ মনে করা হয়।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

রাশিফল: কর্কট রাশিতে কেতুর প্রবেশ, ২০২৬-এ ৩ রাশির জীবনে ঘুরে যাবে মোড়
তুলসী গাছে ছোট ছোট পরিবর্তন বয়ে নিয়ে আসতে পারে আপনার জীবনে শুভ সময়ের বার্তা