বিছার কামড়ে অর্থলাভ, মোষের পিঠে চড়া মৃত্যুর ইঙ্গিত, স্বপ্নে একেকরকম পশু-পাখি দেখলে একেকরকম ভাগ্যফল পেতে পারেন

স্বপ্নে বিড়াল দেখা একেবারেই ভালো নয়। অন্যদিকে, স্বপ্নে পায়রা দেখতে পেলে সেই ব্যক্তির ওপর লক্ষ্মীদেবীর কৃপা হয়। জেনে নিন কোন পশুপাখিকে স্বপ্নে দেখলে কী কী ফললাভ হতে পারে।

 

Web Desk - ANB | Published : Apr 28, 2023 7:36 AM IST
111

স্বপ্নে যদি কেউ উট দেখে থাকেন, তাহলে তাঁর প্রচুর অর্থলাভ করার সম্ভাবনা রয়েছে।

211

কিন্তু, মনে রাখবেন, কেউ যদি স্বপ্নে উটের পিঠে চড়া দেখে থাকেন, তাহলে তা মোটেই শুভ লক্ষণ নয়। উটের পিঠে চড়া দেখলে মানুষ খারাপ স্বাস্থ্যের কবলে পড়তে পারেন।

311

স্বপ্নে পায়রা দেখতে পেলে সেই ব্যক্তির ওপর লক্ষ্মীদেবীর কৃপা হয়। তিনি ধনসম্পদের অধিকারী হন।

411

কোনও মহিলা যদি গর্ভবতী হয়ে থাকেন, বা কোনও পুরুষ যদি সন্তানলাভ করার পূর্ববর্তী সময়ে থেকে থাকেন, তাহলে কুকুর, মোরগ অথবা শুয়োরের স্বপ্ন দেখলে তাঁর কন্যা সন্তান লাভের সম্ভাবনা থাকে।

511

স্বপ্নে ঘোড়া দেখতে পেলে চাকরিতে প্রোমোশন হতে পারে। উচ্চপদ বা অর্থলাভ হয়। অথবা আত্মীয়ের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।

611

স্বপ্নে বিড়াল দেখা একেবারেই ভালো নয়। এরূপ ঘটলে আপনার বাড়িতে চুরি হতে পারে বা আচমকা বড় কোনও বিপদ আসতে পারে।

711

স্বপ্নে যদি দেখেন যে তাঁকে বিছে পোকায় কামড়ে দিয়েছে, তাহলে তাঁর প্রচুর অর্থলাভ বা নামডাক হওয়ার সম্ভাবনা রয়েছে।

811

স্বপ্নে ষাঁড় দেখতে পেলে আত্মীয়ের সংখ্যা বৃদ্ধি পায়।

911

মাছের স্বপ্নে আবার দুটো পৃথক দিক রয়েছে। স্বপ্নে মাছ দেখলে আপনার ভালো স্ত্রী লাভ হয়ে থাকতে পারে। আবার, অন্যদিকে, আপনি হঠাৎ কোনও অসুখেও পড়ে যেতে পারেন।

1011

কোনও ব্যক্তি যদি নিজেকে মোষের পিঠে আরোহণ করতে দেখতে পান, তাহলে সেই স্বপ্ন ওই ব্যক্তির মৃত্যুর ইঙ্গিত দিচ্ছে।

1111

স্বপ্নে যদি আপনি নিজে অন্য কোনও ব্যক্তিকে সাহায্য করতে দেখতে পান, তাহলে আপনার জীবনে প্রচুর মান-সম্মান লাভ করার সম্ভাবনা রয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos