Zodiac Sing: পাঁচ রাশি অত্যান্ত একগুঁয়ে হয়, তবে স্বপ্নপুরণে এদের জুড়ি মেলা ভার

পাঁচ রাশি নিয়ে আলোচনা করা হবে যারা প্রচণ্ড একগুঁয়ে হয়।

 

জ্যোতিষশাত্র্র অনুযায়ী রাশিফল থেকে একজন মানুষের স্বভাব চরিত্র সম্পর্কে একটি সাধারণ ধারনা করা যায়। সেই ব্যক্তির মন মেজাজ সম্পর্কেও একটি নির্দিষ্ট ধারনা করা যায়। পাঁচ রাশি নিয়ে আলোচনা করা হবে যারা প্রচণ্ড একগুঁয়ে হয়।

১. মেষরাশি

Latest Videos

মেষরাশি সহজাত নির্ভিক প্রকৃতির হয়। লক্ষ্য অর্জনে এরা সর্বদা অটুট থাকে। যে কোনও বিষয়ে এরা দৃঢ়় সংকল্প গ্রহণ করে। জেদ অনেক সময় এদের নানা ধরনের চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দেয়।

২. বৃষরাশি

এরা খুব দৃঢ় প্রতিজ্ঞ হয়। বহিরাগত প্রভাবে এরা প্রভাবিত হয় না। সাধারণত এরা প্রবল একগুঁয়ে হয়। নিজের নিরাপত্তা, নিজের আকাঙ্কা কারও সঙ্গে শেয়ার করতে পারে না। প্রতিশ্রুতি পুরণে এরা খুব বদ্ধ পরিকর হয়।

৩. সিংহরাশি

এরা প্রতিশ্রুতি পুরণে অদম্য থাক। স্বপ্ন বাস্তব করতে এরা কোনও ত্রুটি রাখে না। প্রকৃতপক্ষে এরা নেতা হয়। দীর্ঘস্থায়ী উত্তরাধিকার রেখে যায়।

৪. বৃশ্চিকরাশি

বৃশ্চিকরা তাদের তীব্র এবং অটল সংকল্পের জন্য পরিচিত। তাদের একগুঁয়েতা তাদের গভীর আবেগ এবং তারা যা চায় তার জন্য উত্সর্গ থেকে আসে। এদের সহজে আটকানো যায় না। লক্ষ্য অর্জনে এরা যে কোনও পদক্ষেপ করতে পিছপা হয় না।

৫. মকররাশি

এরা প্রবল উচ্চাভিলাষী হয়। এরা অত্যান্ত একগুঁয়ে। তবে এদের নিরলস প্রচেষ্টা সাধনার কারণে সার্থক হয়। এদের আকাঙ্কা পুরণে এরা সব চেষ্টা করতে। একদমই অলস হয় না। এরা খুবই ফোকাস হয়। সাফল্যের পথম আপোস করতে রাজি হয় না।

এই রাশির মানুষরা কঠোর পরিশ্রমী হয়। কারও কথা শুনে সিদ্ধান্ত নেয় না। নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিতে পছন্দ করে। 

Share this article
click me!

Latest Videos

'উনি চক্রান্তের বড় শিকার' নেতাজির জন্মদিনে এ কী বললেন মমতা? Mamata on Netaji
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
চার হাজার ভোটে হেরে গিয়েও MLA সুকান্ত পাল! বিস্ফোরক স্বীকারোক্তি তৃণমূল নেতার
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata