আর্থিক কষ্ট পিছু ছাড়ছে না? লঙ্কা দিয়ে করুন এই বিশেষ টোটকা, দ্রুত দূর হবে সকল সমস্যা

Published : Oct 21, 2024, 04:39 PM IST
Green chilli or red chilli

সংক্ষিপ্ত

অর্থ সংক্রান্ত সমস্যা, আটকে থাকা টাকা ফেরত না পাওয়া, চাকরি না পাওয়া, শত্রুর উপদ্রব - এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে শুকনো লঙ্কার বিশেষ টোটকার ব্যবহার। বাস্তুশাস্ত্র অনুযায়ী, শুকনো লঙ্কা ব্যবহার করে অর্থ সমস্যা এবং শত্রু দমন সম্ভব।

অর্থ সংক্রান্ত জটিলতা অনেক সময় পিছু ছাড়তে চায় না। হাজার চেষ্টা করেও সঞ্জয় করা সম্ভব হয় না। তেমনই কঠোর পরিশ্রমের পর উপযুক্ত পারিশ্রমিক পান না অনেকে। তেমনই হাজার চেষ্টা করে অনেক সময় অর্থ রোজগার বাড়ে না। তেমনই অনেকে চাকরি পাওয়া নিয়ে সমস্যায় ভোগেন। অনেক সময় বহু ইন্টারভিউ দিয়েও চাকরি পান না অনেকে। তেমনই অকারণ শত্রু বেড়ে যায় অনেকের। এই সকল জটিলতা থেকে মুক্তি দিতে পারে একটি শুকনো লঙ্কা। বাস্তু শাস্ত্রে আছে এমনই উল্লেখ।

আজ বিশেষ টিপস রইল অর্থ সংক্রান্ত। অর্থ সংক্রান্ত নানান সমস্যা থেকে বাঁচতে চাইলে বিশেষ টোটকা পালন করুন। শুকনো লঙ্কার গুণে মিলবে উপকার জেনে নিন কীভাবে। তেমনই শত্রু দমনের ক্ষেত্রেও এই টোটকা উপকারী। জেনে নিন কী করবেন। এবং কোন উপায় মিলবে উপকার।

অর্থকষ্টে ভুগলে, আটকে থাকা ফেরত না পেলে এই টোটকা করতে পারেন। ৭টি শুকনো লঙ্কা একটি লাল কাপড়ে বেঁধে নিন। নিজের সঙ্গে রাখুন। সাতদিন পরে পরিবর্তন করুন কাপড়। আটকে থাকা টাকা পাবেন। অল্প নিজেই কাজ হবে। তা পালন করতে পারেন এই টোটকা।

ইন্টারভিউতে সফল হতে চাইলে বাড়ি থেকে বের হওয়ার সময় চৌকির ঠিক নীচে ৫টি শুকনো লঙ্কা রেখে দিন। সেগুলো মারিয়ে বের হল। পরীক্ষায় সফল হবেন। চাকরি পেয়ে যাবে।

শত্রুদের হাত থেকে রক্ষা পেতে ৭টি শুকনো লঙ্কা একটি কাপড়ে বেঁধে পুঁটলিটি বাড়ির বাইরে ঝুলিয়ে রেখে দিন। মিলবে উপকার। শত্রুরা আপনার কোনও ক্ষতি করতে পাবে না।

 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: চারপাশের লোকেরা সঙ্গীকে ঠিকভাবে বুঝতে পারবে না ! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ সুখ এবং লক্ষ্মীলাভের প্রবল সম্ভাবনা ! দেখে নিন আজকের আর্থিক রাশিফল