সংসারে অবিরাম অশান্তি লেগেই আছে? মা লক্ষ্মীর পুজোর দিন পাঁচটি কাজ করুন মিলবে উপকার
লক্ষ্মী পুজোয় ঘরে মায়ের আরাধনা করলে দূর হয় আর্থিক জটিলতা, পরিবারে আসে শান্তি। পারিবারিক অশান্তি দূর করতে পুজোর দিন পাঁচটি কাজ করলে মিলবে মায়ের কৃপা।
Sayanita Chakraborty | Published : Oct 16, 2024 11:08 AM IST / Updated: Oct 16 2024, 05:22 PM IST
পুজোর সকল আয়োজন প্রায় শেষ। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মা লক্ষ্মীর আরাধনা। দুর্গাপুজো শেষ হতে না হতেই সকলে মেতে ওঠেন মায়ের আরাধনায়।
এবছর মা লক্ষ্মীর পুজো হবে ১৬ অক্টোবর ও ১৭ অক্টোবর দুদিন ধরে। কোজাগরী লক্ষ্মী পুজোর প্রতি বছর শারদ পূর্ণিমায় হয়ে থাকে। এই দিন ঘরে ঘরে মায়ের আরাধনা করা হয়।
মা লক্ষ্মীর কৃপা পেলে একদিয়ে যেমন আর্থিক জটিলতা দূর হয়, তেমনই পরিবারে আসে শান্তি। সকল দুঃখ ঘুচে যায় মায়ের কৃপায়।
অনেকের সংসারে নানান কারণে অশান্তি লেগে থাকে। পরিবারিক কোন্দলের কারণে জেরবার অবস্থা হয় অনেকেরই। পারিবারিক অশান্তি দূর করতে চাইলে পুজোর দিন এই পাঁচ কাজ করুন।
রাত জেগে এইদিন মায়ের পুজো করা হয়। এই দিন রাতে বাড়ির প্রধান দরজা খোলা রাখুন। তবেই মা প্রবেশ করবে আপনার ঘরে।
এই দিন লক্ষ্মী পুজোর সঙ্গে অবশ্যই নারায়ন পুজো করুন। তা না হলে মায়ের কৃপা পাবেন না।
এই দিন পাঁচ জন কুমারী মেয়েকে তাঁদের পছন্দের জিনিস উপহার দিন। এতে মা লক্ষ্মী তুষ্ট হন। আর মায়ের কৃপা মিলবে আপনার। এতে সংসারে অশান্তি দূর হবে।
মহিলার সঙ্গে দুর্ব্যবহার করবেন না। লক্ষ্মী পুজোর দিন এই জিনিস মাথায় রাখুন। এতে মিলবে উপকার।
দেবীর কৃপা পেতে এই দিন পাঁচালি পাঠ করুন। সঙ্গে ১০৮ বার গায়েত্রী মন্ত্র জপ করুন। মা লক্ষ্মী তুষ্ট হবেন।
পরিবারে সুখ-শান্তি ফিরে পেতে লক্ষ্মী পুজোর দিন করুন এই পাঁচটি কাজ। এতে মিলবে উপকার।