Published : Oct 16, 2024, 04:38 PM ISTUpdated : Oct 16, 2024, 05:22 PM IST
লক্ষ্মী পুজোয় ঘরে মায়ের আরাধনা করলে দূর হয় আর্থিক জটিলতা, পরিবারে আসে শান্তি। পারিবারিক অশান্তি দূর করতে পুজোর দিন পাঁচটি কাজ করলে মিলবে মায়ের কৃপা।
পুজোর সকল আয়োজন প্রায় শেষ। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মা লক্ষ্মীর আরাধনা। দুর্গাপুজো শেষ হতে না হতেই সকলে মেতে ওঠেন মায়ের আরাধনায়।
210
এবছর মা লক্ষ্মীর পুজো হবে ১৬ অক্টোবর ও ১৭ অক্টোবর দুদিন ধরে। কোজাগরী লক্ষ্মী পুজোর প্রতি বছর শারদ পূর্ণিমায় হয়ে থাকে। এই দিন ঘরে ঘরে মায়ের আরাধনা করা হয়।
310
মা লক্ষ্মীর কৃপা পেলে একদিয়ে যেমন আর্থিক জটিলতা দূর হয়, তেমনই পরিবারে আসে শান্তি। সকল দুঃখ ঘুচে যায় মায়ের কৃপায়।
410
অনেকের সংসারে নানান কারণে অশান্তি লেগে থাকে। পরিবারিক কোন্দলের কারণে জেরবার অবস্থা হয় অনেকেরই। পারিবারিক অশান্তি দূর করতে চাইলে পুজোর দিন এই পাঁচ কাজ করুন।
510
রাত জেগে এইদিন মায়ের পুজো করা হয়। এই দিন রাতে বাড়ির প্রধান দরজা খোলা রাখুন। তবেই মা প্রবেশ করবে আপনার ঘরে।
610
এই দিন লক্ষ্মী পুজোর সঙ্গে অবশ্যই নারায়ন পুজো করুন। তা না হলে মায়ের কৃপা পাবেন না।
710
এই দিন পাঁচ জন কুমারী মেয়েকে তাঁদের পছন্দের জিনিস উপহার দিন। এতে মা লক্ষ্মী তুষ্ট হন। আর মায়ের কৃপা মিলবে আপনার। এতে সংসারে অশান্তি দূর হবে।
810
মহিলার সঙ্গে দুর্ব্যবহার করবেন না। লক্ষ্মী পুজোর দিন এই জিনিস মাথায় রাখুন। এতে মিলবে উপকার।
910
দেবীর কৃপা পেতে এই দিন পাঁচালি পাঠ করুন। সঙ্গে ১০৮ বার গায়েত্রী মন্ত্র জপ করুন। মা লক্ষ্মী তুষ্ট হবেন।
1010
পরিবারে সুখ-শান্তি ফিরে পেতে লক্ষ্মী পুজোর দিন করুন এই পাঁচটি কাজ। এতে মিলবে উপকার।