আপনার জন্ম তারিখ অনুযায়ী জপ করুন ইষ্ট দেবতা, যার পুজো করলে দূর হবে সংসারের অশান্তি-দুঃখ

Published : Aug 21, 2025, 10:21 AM IST

Lucky Birth Day Tips: অঙ্ক শাস্ত্র অনুসারে আমাদের জন্মতারিখের সংখ্যার যোগফলই আমাদের মূলাঙ্ক নির্ধারণ করে। এই মূলাঙ্ক শুধুমাত্র আমাদের ব্যক্তিত্ব  বা স্বভাবই প্রকাশ করে না। বরং নিজের ইষ্ট দেবতাকেও চিনতে সাহায্য করে। বিশদে জানতে দেখুন ফটো গ্যালারি…

PREV
15
মূলাঙ্ক ১

যাদের জন্ম তারিখ ১, ১০, ১৯ ও ২৮ তাঁদের মূলাঙ্ক ১। আর এই মূলাঙ্ক  অনুসারে এই সূর্য দেবতা হল এই মূলাঙ্কের ইষ্ট দেবতা। নিয়মিত সূর্য দেবতাকে অর্ঘ্য দিন। সূর্য নমস্কার করুন এবং লাল বা গেরুয়া রঙের পোশাক  পরুন।  

25
মূলাঙ্ক ২

যাদের জন্ম তারিখ ২, ১১, ২০, ২৯ তাঁদের মূলাঙ্ক ২। এদের আরাধ্য দেবতা ভগবান শিব। শিব লিঙ্গে ফুল বেলপাতা অর্পণ, সোমবার উপবাস এবং শিব মন্ত্র জপ করা এই মূলাঙ্কের অধিকারীদের জন্য শ্রেয়। 

35
জন্ম মূলাঙ্ক ৩

জ্যেতিষ শাস্ত্র অনুসারে যাদের জন্ম তারিখ ৩, ১২, ২১ ও ৩০ তাঁদের মূলাঙ্ক হল ৩। তাঁদের ইষ্ট দেবতা ভগবান বিষ্ণু। এই মূলাঙ্কের অধিকারীদের উচিত ভগবান বিষ্ণুর পুজোপাঠ করা। তুলসী গাছের পুজো করা। এছাড়াও বৃহস্পতিবার উপবাস করা। 

45
মূলাঙ্ক ৪

যাঁদের জন্ম তারিখ ৪, ১৩, ২২ ও ৩১ তারিখে তাঁদের মূলাঙ্ক ৪। তাঁদের ইষ্ট দেবতা মা দুর্গা ও দেবী সরস্বতী। এঁরা মা দুর্গাকে লাল ফুল অর্পণ করুন। দেবী সরস্বতীর বন্দনা  করুন। নবরাত্রিতে উপবাস করুন।   

55
মূলাঙ্ক ৫

যাদের জন্ম তারিখ ৫, ১৪ ও ২৩ তারিখে। তাঁদের ইষ্ট দেবতা ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণর সামনে মাখন-মিছরি ভোগ নিবেদন করুন। কৃষ্ণ মন্ত্র জপ করুন এবং জন্মাষ্টমীতে উপবাস রাখুন। 

Read more Photos on
click me!

Recommended Stories