- Home
- India News
- ভারতে 'আওয়ামী লিগের' পার্টি অফিস! ইউনূসের আজব দাবি নস্যাৎ করে কড়া বিবৃতি বিদেশ মন্ত্রকের
ভারতে 'আওয়ামী লিগের' পার্টি অফিস! ইউনূসের আজব দাবি নস্যাৎ করে কড়া বিবৃতি বিদেশ মন্ত্রকের
Yunus On Awami League: বাংলাদেশের নিষিদ্ধ পার্টি আওয়ামী লিগের অফিস রয়েছে কলকাতা-দিল্লিতে! এমনই অভিযোগে তুলে ভারতের বিরুদ্ধে ফের সুর চড়াল অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূস। পাল্টা বিবৃতি দিলো ভারত। বিশদে জানুন…

ভারতে আওয়ামী লিগের অফিস!
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূস সরকারের তরফে একটি বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে যে, বাংলাদেশের নিষিদ্ধ পার্টি আওয়ামী লিগের অফিস রয়েছে ভারতের দুই শহর কলকাতা ও দিল্লিতে। এমনই অভিযোগ তুলে ভারতের বিরুদ্ধে একটি প্রেস বিবৃতি জারি করেছে অন্তর্বর্তী সরকার। যা ভারতের নজরে আসতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কেন্দ্র সরকার।
কী অভিযোগ ইউনূসের?
জানা গিয়েছে, বুধবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে একটি বিবৃতি পোস্ট করে জানানো হয়েছে যে, ভারতের প্রধান দুই শহর দিল্লি ও কলকাতাতে আওয়ামী লিগের অফিস রয়েছে। সেখানে বসেই বাংলাদেশ বিরোধী কার্যকলাপ চালাচ্ছেন বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও ইউনূসের এই বিবৃতির পাল্টা জবাবও দিয়েছে ভারত সরকার।
ইউনূসকে কটাক্ষ ভারতের
জানা গিয়েছে, এই বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে বাংলাদেশের বিবৃতির পাল্টা তোপ দেগেছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশের এই বিবৃতি ভুল জায়গায় পাঠানো হয়েছে। ভারতে বসে অন্য কোনও দেশের রাজনৈতিক কার্যকলাপ চালানোর কাজ ভারতের সংবিধান বিরোধী। এবং সরকার তা অনুমোদন করে না।
Our response to media queries on the Press Statement issued by the Interim Government of Bangladesh⬇️
🔗 https://t.co/XDLTjDUBuHpic.twitter.com/UvT2MgwN20— Randhir Jaiswal (@MEAIndia) August 20, 2025
বাংলাদেশকে কী বার্তা ভারতের?
এক্স হ্যান্ডেলে রণধীর জয়সওয়াল আরও জানান যে, বাংলাদেশে যত দ্রুত সম্ভব স্বাধীন, স্বচ্ছ নির্বাচন আয়োজনের আশা পুনর্ব্যক্ত করছে ভারত সরকার। আশা করছি, দেশটিতে জনগণের রায় প্রতিষ্ঠিত হবে। ফলে ইউনূস সরকারের দাবি কার্যত ধোপে টিকল না ভারতের কাছে।
কবে বাংলাদেশে ভোট?
গত বছর ৫ অগাস্ট কোটা বিরোধী আন্দোলনের জেরে দেশ ছাড়তে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই বাংলাদেশে ক্ষমতা দখল করে রয়েছে অন্তর্বর্তী সরকার। বর্তমানে বাংলাদেশের জনগণের তরফে দ্রুত স্বচ্ছ নির্বাচনের দাবি জানানো হলেও ভোট করানোর ব্যাপারে এখনও পর্যন্ত কোনও হেলদোল দেখা যায়নি মুহাম্মদ ইউনূস সরকারের মধ্যে। আর এই অবস্থায় ফের ভারতের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুলল ইউনূস।

