Astro Tips: বাড়িতে ঝগড়া-অশান্তি চলতেই থাকছে? এই দশ উপায় দূর করুন সকল জটিলতা

Published : Jun 30, 2023, 11:22 AM ISTUpdated : Jun 30, 2023, 12:00 PM IST

নানান কারণে পারিবারিক অশান্তি চলতেই থাকে। পরিবারের সকল সদস্যের সঙ্গে সকলের মনের মিল হবে তা আশা করা অনুচিত। সর্বত্রই সকলে মানিয়ে নিয়ে থাকেন। কিন্তু, অনেক সময় হাজার মানিয়ে নেওয়া সত্ত্বেও ঝগড়া-অশান্তি চলতেই থাকে। আর রইল কয়টি বিশেষ উপায়।

PREV
110
পুজো-অর্চনা

পরিবারে বিবাদ চলতেই থাকলে বাড়িতে পুজো করুন। বাড়িতে হোম করতে পারেন। যে গ্রহগুলো বিবাদ সৃষ্টি করে, তাদের খুশি করুন এমন পুজো করে। এতে ঘরে নেতিবাচক এনার্জি দূর হবে সঙ্গে ইতিবাচক শক্তি আসবে। সকল বিবাদ ও জটিলতা কেটে যাবে।

210
উৎসবের আয়োজন

বাড়িতে উৎসবের আয়োজন করুন। সারা বছর নানান উৎসব পালিত হয়। পারিবারিক অশান্তি ও দ্বন্দ্ব দূর করতে হলে বাড়িতে উৎসবের আয়োজন করুন। প্রতিদিন দেবতার আরাধনা করুন। এতে মিলবে উপকার।

310
গ্রহ শান্তির পুজো

গ্রহ শান্তির পুজো করলে মিলবে উপকার। অনেক সময় গ্রহের কারণে এমন সমস্যা চলতে থাকে। তাই বাড়িতে গ্রহ শান্তির পুজোর আয়োজন করুন। এতে এমন অশান্তি থেকে মিলবে মুক্তি।

410
বিশেষ যন্ত্র

বাড়িতে শান্তি বজায় রাখতে কোনও বিশেষ যন্ত্র রাখতে পারেন। নেতিবাচক এনার্জি বৃদ্ধি পেলে এমন পারিবারিক দ্বন্দ্ব কিংবা অশান্তি বাড়ে। সঙ্গে অনেকে সম্মুখীন হন আর্থিক ক্ষতির। তেমনই কারও কারও স্বাস্থ্য জটিলতা তৈরি হয়। এমন সমস্যা থেকে মুক্তি পেতে কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বাড়িতে বিশেষ যন্ত্র রাখতে পারেন।

510
পুরনো আসবাব

পুরনো ছেঁড়া জামা ও পুরনো কাগজ বাতিল করুন। অপ্রয়োজনীয় নষ্ট হওয়া জিনিস ঘরে রাখবেন না। বিশেষ করে স্তূপ করে রাখা কাগজ থেকে তৈরি হয় নেতিবাচক এনার্জি। যা পারিবারিক অশান্তির কারণ হতে পারে। তাই ঘরে এমন জিনিস রাখুন যার থেকে কোনও নেতিবাচক এনার্জি তৈরি হবে না।

610
তুলসীর টোটকা

শাস্ত্র মতে, বাড়িতে তুলসী গাছ রাখা প্রয়োজন। অনেকের পরিবারেই আর্থিক জটিলতা দেখা দেয়। এই আর্থিক জটিলতার কারণে দেখা দেয় অশান্তি। তাই রাখতে পারেন তুলসী গাছ। বিশেষজ্ঞের মতে, বাড়িতে তুলসী গাছ রাখলে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। সঙ্গে নিয়মিত তুলসীর পুজো করুন। তাতে মিলবে উপকার।

710
কর্পূরের টোটকা

কর্পূরের টোটকা পালনে সমস্যা থেকে মিলবে মুক্তি। রোজ বাড়িতে দু বেলা কর্পূর জ্বালান। এতে পরিবারে অশান্তি দূর হবে। তেমনই কোনও কাঁটা জাতীয় গাছ রাখবেন না বাড়িতে। এর থেকে নেতিবাচক এনার্জি তৈরি হয়। যা সকলের ওপর খারাপ প্রভাব ফেলে।

810
সঠিক স্থানে আসবাব রাখুন

বাড়ির মাঝখানের অংশ ব্রক্ষ্মস্থান বলা হয়। এই স্থান সব সময় ফাঁকা রাখুন। অধিকাংশই বাড়ি সাজাতে গিয়ে সঠিক স্থানে সঠিক আসবাব রাখেন না। এর কারণে তৈরি হতে থাকে সমস্যা। তাই ঘর সাজাতে সতর্ক হন।

910
বন্ধ ঘড়ি বাতিল করুন

ঘরে কোনও বন্ধ ঘড়ি থাকলে তা রাখবেন না। এতে খারাপ সময় চলতে পারে। কোনও খারাপ হওয়া ঘড়ি থাকলে তা ফেলে দিন। তা না হলে সমস্যা চলতেই থাকবে। এর থেকে নেতিবাচক এনার্জি তৈরি হয়। যা সকলের জীবনে খারাপ প্রভাব ফেলে।

1010
ফুল রাখুন

ঘরে রাখুন শিউলি ফুল। বসার ঘর সাজান শিউলি ফুল দিয়ে। এই ঘরের শিউলি ফুল রাখলে ফুলের গন্ধ সারা বাড়িতে ছড়াবে। এতে ঘরে কোনও নেতিবাচক এনার্জি থাকলে তা দূর হব। মেনে চলুন এই বিশেষ জ্যোতিষ টোটকা এতে মিলবে উপকার।

click me!

Recommended Stories