মকর সংক্রান্তির দিন পালন করুন এই বিশেষ টোটকা, দূর হবে সকল শারীরিক জটিলতা

হিন্দু শাস্ত্রে, মকর সংক্রান্তির গুরুত্ব রয়েছে বিস্তর। এই দিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে। মকর সংক্রান্তির দিন পালন করতে পারেন বিশেষ টোটকা। এতে দূর হবে সকল শারীরিক জটিলতা।

হিন্দু শাস্ত্রে, মকর সংক্রান্তির গুরুত্ব রয়েছে বিস্তর। এই দিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে। এই দিন গঙ্গা স্নানের গুরুত্ব রয়েছে বিস্তর। এই দিন সূর্য দেবকে অর্ঘ্য দিয়ে থাকেন অনেকে। এতে পূণ্য অর্জন করা সম্ভব। তেমনই মকর সংক্রান্তির দিন পালন করতে পারেন বিশেষ টোটকা। এতে দূর হবে সকল শারীরিক জটিলতা।

শারীরিক সমস্যা লেগেই থাকে। সারা বছর কোনও না কোনও শারীরিক সমস্যা লেগে থাকে। চিকিৎসা করলেও তার সমাধান হয় না। একের পর এক সমস্যা লেগে থাকে। এমনকী, অনেক সময় পরিবারের সদস্যদের সমস্যা চলতে থাকে। একের পর এক পরিবারের সদস্য অসুস্থ হয়ে পড়েন। এই সকল শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে মকর সংক্রান্তির দিন পালন করুন এই বিশেষ টোটকা, দূর হবে সকল শারীরিক জটিলতা।

Latest Videos

যারা বারে শারীরিক জটিলতায় ভুগছেন তারা মকর সংক্রান্তির দিন গঙ্গা জল গ্রহণ করুন। শাস্ত্রে গঙ্গা জলের গুরুত্ব রয়েছে বিস্তার। তাই এই দিন গঙ্গা জল গ্রহণে মিলবে উপকার। পরিবারের যে সকল সদস্যরা বারে বারে অসুস্থ হয়ে পড়েন তাদের সকলকে গঙ্গা জল গ্রহণের উপদেশ দিন। এতে মিলবে উপকার।

তেমনই যে কোনও তিথিতে বা প্রতি সোমবার শিবলিঙ্গে গঙ্গা জল অর্পণ করুন। বিশ্বাস করা হয় গঙ্গা জল অর্পণে মিলবে উপকার। এতে প্রশন্ন হবেন ভগবান শিব। তেমনই একটি পাত্রে গঙ্গা জল ভরে তা ঘরের এক কোণায় রেখে দিন। ঘরের উত্তর পূর্ব কোণায় রাখুন। এতে সকল জটিলতা থেকে মিলবে মুক্তি। জীবনের সকল সমস্যা থেকে মু্ক্তি পেতে চাইলে ব্যবহার করুন গঙ্গা জল। গঙ্গা জল দিয়ে টোটকা পালনে মিলবে উপকার। শাস্ত্র মতে, গঙ্গা কে আমরা মাতা হিসেবে পুজো করে থাকি। যে কোনও তিথিতে গঙ্গা স্নান করতে পারেন। এতে মিলবে উপকার।

জীবনে একাধিক জটিলতা লেগেই থাকে। আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা কিংবা পারিবারিক অশান্তি লেগেই থাকে। যে কোনও সমস্যা থেকে মুক্তি পেতে এবার জ্যোতিষ টোটকা মেনে চলতে পারেন। জ্যোতিষ শাস্ত্রে রয়েছে সকল সমস্যা থেকে মুক্তির উপায়। শাস্ত্র মতে, সঠিক উপায় পালন করতে পারলে মিলবে উপকার। এবার থেকে মেনে চলুন এই সকল টোটকা। তেমনই, মকর সংক্রান্তির দিন পালন করুন এই বিশেষ টোটকা, দূর হবে সকল শারীরিক জটিলতা।

 

আরও পড়ুন-

ম্যারেজ মেটেরিয়াল নন এরা, সংসার করা এই চার রাশির ভাগ্যে নেই সংসার করা

ভালো বাবা-মা হতে চান এরা, এই চার রাশি সব সময় সন্তানের প্রতি দেন বিশেষ নজর

শুক্রবার দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য, সব কাজে আসতে চলেছে বাধা, থাকুন সতর্ক

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
সত্যিই একটা জিনিস বটে! ক্যানিং থেকে গ্রেপ্তার তরুণী পরিচারিকা | Canning News | Bangla News
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata