বজরঙ্গবলি, পবনপুত্র, শক্তি, সঙ্কোচমোচন ইত্যাদি নামে ডাকা হয় হনুমানজিকে। কোনও বিপদ এড়াতে তাঁর স্মরণাপন্ন হতে পারেন। তিনি রাম ভক্ত। তাঁর পুজো করলে জীবনের সকল জটিলতা থেকে মিলবে মুক্তি। পালন করুন এই বিশেষ টিপস। আপনার বাড়িতে রাখার জন্য এমন মূর্তি বেছে নিন।