গণেশ পুজোর দিন এই তিন ফুল দিয়ে পুজো করুন, প্রসন্ন হবেন সিদ্ধিদাতা, পূরণ হবে মনের সকল ইচ্ছা

গণেশ পুজোয় এই তিন ফুল নিবেদন করতে পারেন। এবার তিন ফুল দিয়ে পুজো করলে মিলবে উপকার।

পঞ্চাঙ্গ অনুযায়ী এ বছরের গণেশ পুজো পড়েছে ৭ সেপ্টেম্বর ২০২৪ শনিবার। এবছর অনন্ত চর্তুদশী পড়েছে ৭ সেপ্টেম্বর। এই দিন ভক্তিভরে গণেশের পুজো করলে মিলবে উপকার। জীবনের সকল জটিলতা দূর করতে এই দিন ভক্তিভরে পুজো করুন। বাপ্পার পুজো করুন মন ভরে। এবার পুজোয় বিশেষ টোটকা পালন করুন। জীবনের সকল জটিলতা দূর করতে চাইলে বিশেষ টোটকাও পালন করতে পারেন। এবছর গণেশ পুজোয় এই তিন ফুল নিবেদন করতে পারেন। এবার তিন ফুল দিয়ে পুজো করলে মিলবে উপকার। এতে জীবনের সকল সমস্যা দূর হয়।  

জবা ফুল

Latest Videos

অনেকেরই জানা নয়, সিদ্ধিদাতা গণেশ প্রসন্ন হন জবা ফুলে। বলা হয়, গণেশকে জবা ফুল অর্পন করলে ভক্তদের সকল দুঃখ দূর হয়। জীবনে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। এমনিতে, কালী পুজোয় জবা ফুল দেওয়া হয়। এবছর গণেশ পুজোতেও জবা ফুল দিন। এতে মিলবে উপকার। 

অপরাজিতা ফুল

সিদ্ধিদাতাকে দিতে পারেন অপরাজিতা ফুল। শুধু ভগবান শিব নয়, গণেশও প্রসন্ন হয় অপরাজিতা ফুলে। জীবনের সকল সমস্যা দূর করতে হলে এই টোটকা মেনে চলুন। অপরাজিতা ফুল দিলে মিলবে উপকার।  

গাঁদা ফুল

লাল, হলুদ কিংবা কমলা যে কোনও ধরনের গাঁদা ফুলই সিদ্ধিদাতার প্রিয়। গণেশ চতুর্থীর দিন পুজোর সময় এই গাঁদা ফুল যদি অর্পণ করা হয় তাহলে জীবনের সকল শান্তি লাভ করবেন। জীবনের সকল মনস্কামনা পূরণ হবে। এবছর অবশ্যই এই টোটকা পালন করুন। এতে জীবনের সকল জটিলতা দূর হবে। 

 

Share this article
click me!

Latest Videos

পুকুর থেকে যুবকের নিথর দেহ উদ্ধার! হাড়হিম করা দৃশ্য Rishra-এ! | Hooghly News Today
মোদী-মমতাকে একযোগে আক্রমণ অধীরের #shorts #adhirranjanchowdhury #mamatabanerjee #narendramodi
সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও! | South 24 Parganas News Today
'বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হচ্ছে', বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury-র
Live : সংবাদ মাধ্যমের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী, কী অভিযোগ, দেখুন সরাসরি #adhirranjanchowdhury