জানুয়ারিতে তৈরি হচ্ছে তিনটি রাজযোগ, কেরিয়ারে উন্নতি হবে এই তিন রাশির, দেখে নিন কাদের ভাগ্যের চাকা ঘুরবে

শাস্ত্র মতে, সূর্য ও মঙ্গলের সংযোগে আদিত্য মঙ্গল যোগ তৈরি হচ্ছে। তেমনই চাঁদ ও বৃহস্পতি তৈরি করবে গজকেশরী যোগ। পাশাপাশি আছে আয়ুষ্মান যোগ। এর প্রভাবে কেরিয়ারে উন্নতি হবে এই তিন রাশির।

শাস্ত্র মতে, চলতি বছরে তৈরি হচ্ছে একাধিক রাজযোগ। প্রতি মুহূর্তের গ্রহের পরিবর্তন হয়ে চলেছে। সে কারণে ভালো ও খারাপ উভয় সময় তৈরি হচ্ছে। শাস্ত্র মতে, সূর্য ও মঙ্গলের সংযোগে আদিত্য মঙ্গল যোগ তৈরি হচ্ছে। তেমনই চাঁদ ও বৃহস্পতি তৈরি করবে গজকেশরী যোগ। পাশাপাশি আছে আয়ুষ্মান যোগ। এর প্রভাবে কেরিয়ারে উন্নতি হবে এই তিন রাশির, দেখে নিন কাদের ভাগ্যের চাকা ঘুরবে।

মেষ রাশি

Latest Videos

রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। তিনটি রাজযোগে প্রভাব পড়বে মেষ রাশির ওপর। চাকরি ও ব্যবসায় হবে উন্নতি। নতুন ব্যবসা শুরু করতে পারেন। তেমনই চাকরিতে হবে উন্নতি। আর্থিক অবস্থা ভালো হবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন।

বৃষ রাশি

রাশির দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। আদিত্যমঙ্গল, গজকেশরী ও আয়ুষ্মান রাজযোগের প্রভাব পড়বে বৃষ রাশির ওপর। বিদেশ যাত্রার সুযোগ আছে। তেমনই সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে আপনার এই সময়। গাড়ি বা প্রপার্টি কেনার ইচ্ছা থাকলে কিনতে পারেন। এটি আদর্শ সময়।

মকর রাশি

রাশি চক্রের দশম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ হল শনি। ভালো সময় শুরু হচ্ছে মকর রাশির। আদিত্যমঙ্গল, গজকেশরী ও আয়ুষ্মান রাজযোগের প্রভাবে কেরিয়ারে উন্নতি হবে মকর রাশির। দাম্পত্য জীবনে সুখ আসবে। তেমনই নতুন কাজ শুরু করতে পারেন। এটি নতুন কাজ শুরু করার জন্য আদর্শ সময়। এই সময় যে কোনও কাজে সফল হবেন। শাস্ত্র মতে, জানুয়ারিতে তৈরি হচ্ছে তিনটি রাজযোগ, কেরিয়ারে উন্নতি হবে এই তিন রাশির। ভালো সময় শুরু হবে তিন রাশির জীবনে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন

Numerology: স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে এই তারিখের জাতক জাতিকার, রইল সংখ্যাতত্ত্বের গণনা

Love Horoscope 4 January: বৃহস্পতিবার মেষ থেকে মীন রাশির কেমন থাকবে সম্পর্ক, দেখে নিন আজকের প্রেমের রাশিফল ​​

 

 

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee Live: নবান্নে প্রশাসনিক বৈঠক মমতার, দেখুন সরাসরি
'চিন্ময় প্রভুকে স্লো পয়জন করতে পারে বাংলাদেশের ইউনূস' #shorts #suvenduadhikari #chinmoykrishnadas
'গ্রামের ছেলে হয়েও এত বড় গায়ক', Diljit এর প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী Narendra Modi
‘কোথায় আছিস Pakistan-এর বাচ্চা, সাহস থাকলে সামনে আয়!’ গর্জে উঠলেন Suvendu Adhikari
হল না জামিন! 'চিন্ময় প্রভুকে ওরা স্লো পয়জন করার চেষ্টা করবে' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari