১২ বছর পর বিশেষ যোগ, ২০২৫-এ ভাগ্য খুলবে এই পাঁচ রাশির, দূর হবে সকল জটিলতা

২০২৫ সালে বৃহস্পতি গ্রহের গমনের ফলে পাঁচটি রাশির ভাগ্য খুলবে। মিথুন, কন্যা, তুলা, ধনু ও কুম্ভ রাশির জাতকদের জন্য শুভ সময় আসছে। আর্থিক উন্নতি, পারিবারিক সুখ, বিবাহ, ও শিক্ষার ক্ষেত্রে সাফল্য আসবে।

২০২৫ সালে বৃহস্পতি গ্রহ তিনটি রাশিতে গমন করবে। বৃহস্পতি একটি রাশিতে ১২ মাস অবস্থান করে। কিন্তু, বক্রি এবং মার্গী অবস্থার কারণে ২০২৫ সালে এটি তিনটি রাশিতে গরম করবে। এর কারণে ভাগ্য খুলবে পাঁচ রাশির। দেখে নিন তালিকায় আপনি আছেন কি না।

মিথুন রাশি

Latest Videos

শাস্ত্র মতে, ২০২৫ সালের ২৮ মে প্রথমবার মিথুন রাশিতে বৃহস্পতি ও চন্দ্রের সংযোগ হবে। এই সময় ধর্ম ও আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে। বুদ্ধি বৃত্তিক সক্ষমতা এবং কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। আর্থিক অবস্থা উন্নত হবে। সকল আর্থিক জটিলতা কেটে যাবে। পারিবারিক জীবনে আসবে সুখ। ভ্রমণ ও পুণ্যকর্ম করার সুযোগ আসবে।

কন্যা রাশি

ভাগ্য খুলবে কন্যা রাশির। এই সময় গজকেশরী যোগ তৈরি হবে। যা এই রাশির ভাগ্য খুলবে। বিদেশে চাকরি ও পড়াশোনার সুযোগ আসবে। এই সময় গাড়ি কিনতে পারেন। তেমনই বিয়ের সম্ভাবনা আছে। এই সময় দাম্পত্য সম্পর্ক মধুর হবে।

তুলা রাশি

ভাগ্য খুলবে তুলা রাশির। এই সময় গজকেশরী যোগ তৈরি হবে। যা তুলা রাশির জন্য শুভ। এই সময় বাড়ি বা ফ্ল্যাট কিনতে পারবেন। ধর্মীয় কাজে আগ্রহ আসবে। এই সময় পৈতৃক সম্পত্তি নিয়ে চলতে থাকা বিবাদ মিটে যাবে।

ধনু রাশি

ভালো সময় শুরু হবে ধনু রাশির। এই যোগ সপ্তম ঘরে। এই সময় পারিবারিক জীবনে আসবে সুখ। এই সময় বিবাহের জটিলতা মিটে যাবে। তেমনই অর্থনৈতিক ক্ষেত্রে হবে উন্নতি।

কুম্ভ রাশি

ভালো সময় শুরু হচ্ছে কুম্ভ রাশির। এই সময় জীবনে আসবে সুখ। এই সময় শিক্ষা ক্ষেত্রে হবে উন্নতি। তেমনই ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে উন্নতি হবে।

 

Share this article
click me!

Latest Videos

'৭০ ভাগ হিন্দুদের এক হতে হবে, তাহলেই সিদ্দিকুল্লা-ফিরহাদদের স্বপ্ন শেষ!' | Suvendu Adhikari | BJP
Rashifal Today : সোমবার সারাদিন কেমন কাটবে আপনার! দেখুন আজকের রাশিফল
Sukanta Majumdar : BSF-কে লক্ষ্য করে গুলি বাংলাদেশীদের, ক্ষোভ উগরে দিয়ে যা বললেন সুকান্ত
‘Mamata Banerjee West Bengal-কে জঙ্গিদের হাতে তুলে দিতে চান’ মমতাকে চরম তুলোধোনা Suvendu Adhikari-র
Suvendu Adhikari : ছোট্ট অস্মিকার পাশে এবার শুভেন্দু অধিকারী, দেখুন কী বলছেন তিনি