তৈরি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, ৫ রাশির ভাগ্যে আসছে বড় পরিবর্তন, তালিকায় কে কে?

২৪ জানুয়ারি মকর রাশিতে সূর্য ও বুধের মিলনে বুধাদিত্য রাজযোগের সৃষ্টি হবে। এই রাজযোগের ফলে মেষ, বৃষ, কন্যা, তুলা ও ধনু রাশির জাতক জাতিকারা বিশেষভাবে উপকৃত হবেন। চাকরি, ব্যবসা, আর্থিক উন্নতি সহ জীবনের নানা দিকে ইতিবাচক পরিবর্তন আসবে।

শাস্ত্র মতে, ২৪ জানুয়ারি মকর রাশিতে সূর্য ও বুধের মিলন গঠিত হবে। এর প্রভাবে তৈরি হবে শুভ রাজযোগ-বুধাদিত্য রাজযোগ। যা অত্যন্ত শুভ বলে মনে করছেন জ্যোতিষীরা। বুধাদিত্য রাজযোগের ফলে পাঁচটি রাশির জাতক জাতিকা বেশ উপকৃত হবেন। এই পাঁচ রাশির জীবনে আসবে ব্যাপক পরিবর্তন। দেখে নিন ভাগ্য খুলবে কার কার। তালিকায় আপনি আছেন কি না দেখে নিন।

মেষ রাশি

Latest Videos

চাকরি ও ব্যবসায় উন্নতি হবে মেষ রাশির। সরকারি প্রকল্প থেকে লাভবান হতে পারেন। তেমনই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। এতে সর্বত্র প্রশংসিত হবেন। এমনই নির্বাচনী সিদ্ধান্তে সাফল্য আসবে এই রাশির জীবনে। এই সময় আধ্যাত্মি কাজে আগ্রহ বাড়বে। মনের সকল ইচ্ছা পূরণ হবে।

বৃষ রাশি

ধর্মীয় ভাব ও আধ্যাত্মিক উন্নতি হবে বৃষ রাশির। এই সময় বিদেশে চাকরি ও নাগরিকত্ব লাভ করতে পারেন। এই সময় যে কোনও প্রতিযোগিতায় সফল হবে। সন্তানলাভের সম্ভাবনা আছে এই রাশির জাতক জাতিকার।

কন্যা রাশি

ভালো সময় শুরু হবে কন্যা রাশির। সব কাজে আসবে সাফল্য। তেমনই এই সময় প্রেম ও বিয়ের ক্ষেত্রে উপকৃত হবেন। এই রাশির ছেলে মেয়েরা সরকারি চাকরি পেতে পারেন। তেমনই পুরনো বন্ধু ও আত্মীয়ের থেকে মিলবে সুখবর।

তুলা রাশি

ভালো সময় শুরু হচ্ছে তুলা রাশির। জমি ও সম্পত্তি সংক্রান্ত কাজে আসবে সুখবর। এই সময় সরকারি কাজে সফল হবেন। ঋণ ফেরত পেতে পারেন এই সময়। সময়টি আপনার জন্য উপযুক্ত।

ধনু রাশি

ভালো সময় শুরু হচ্ছে ধনু রাশির জীবনে। এই রাশির ছেলে মেয়েরা সকল পরীক্ষায় সফল হবেন। আর্থিক বৃদ্ধি ঘটবে। সঙ্গে জমি ও বাড়ি সংক্রান্ত যে কোনও সমস্যা দূর হবে। কাউকে ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। ধনু রাশি জীবনে আসতে চলেছে ভালো সময়। জীবনে নতুন সুযোগ আসবে। সব কাজে মিলবে সাফল্য।

 

Share this article
click me!

Latest Videos

'স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি ঢাকতে আমাদের সাসপেন্ড করা হয়েছে' কর্মবিরতির ঢাক দিয়ে বললেন চিকিৎসকরা
'স্বাস্থ্য দফতরের দায় এড়ানোর জঘন্য অপচেষ্টা', পাল্টা মমতার দিকেই আঙ্গুল জুনিয়র ডাক্তারদের
পড়ুয়াকে Bangladeshi বলে অপমান! স্কুলে ভর্তি হওয়ায় বাঁধা, তীব্র চাঞ্চল্য Nadia-র Kalyani-তে
কেমন আছেন Saif Ali Khan? দেখতে গেলেন Kareena Kapoor Khan! দেখুন #shorts #shortsfeed #shortsvideo
‘Mamata Banerjee-কে Saokat Molla মারতে গিয়েছিল’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন