২০ অক্টোবর মিথুন থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে মঙ্গল। ৯০ দিন সেখানে অবস্থান করবে। এই গ্রহের বিচরণের শুভ প্রভাব পড়বে তিন রাশির উপর। দেখে নিন তালিকায় কারা।
২০ অক্টোবর স্থান পরিবর্তন করবে মঙ্গল। মিথুন থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে মঙ্গল। ৯০ দিন অবস্থান করবে সেখানে। এই গ্রহের বিচরণের প্রভাব পড়তে চলেছে তিন রাশির ওপর।
210
প্রতি মুহূর্তে গ্রহ-নক্ষত্র তাদের নিজেদের অবস্থার পরিবর্তন করে থাকে। কখনও এর শুভ প্রভাব পড়ে জাতক-জাতিকার ওপর তো কখনও খারাপ।
310
এবার মিথুন থেকে কর্কট রাশিতে মঙ্গল প্রবেশ করলে তার শুভ প্রভাব পড়তে চলেছে তিন রাশির ওপর। মঙ্গলের এই গোচরে ভাগ্য খুলবে তিন রাশির।
410
কর্কট হল চন্দ্রের নিজস্ব রাশি। কর্কট ও সিংহ রাশিতে মঙ্গল প্রবেশ করলে সুপ্রভাব পড়বে তিন রাশির ওপর। আগামী কাল অর্থাৎ ২০ অক্টোবর থেকে হবে এই পরিবর্তন।
510
মেষ রাশি
শাস্ত্র মতে, শীঘ্রই শুভ সময় শুরু হতে চলেছে মেষ রাশির। এই গোচর মেষ রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। এর প্রভাবে ব্যবসায় হবে উন্নতি। আর্থিক অবস্থা হবে উন্নত। তেমনই কর্মক্ষেত্রে আছে পদোন্নতির যোগ।
610
তুলা রাশি
শীঘ্রই ভাগ্য বদল হতে চলেছে তুলা রাশির। এই সময় আর্থিক সংকটে সম্মুখীন হতে পারেন। তবে, সময় শুভ থাকার কারণে সেই সংকট থেকে মিলবে মুক্তি। তেমনই স্বাস্থ্যের উন্নতি হবে এই সময়।
710
কুম্ভ রাশি
মঙ্গলের গোচর শুভ হতে চলেছে কুম্ভ রাশির জন্য। শরীর হবে সুস্থ। তেমনই জীবনে চলতে থাকা সকল জটিলতা থেকে মিলবে মুক্তি। এই সময় প্রিয়জনের সঙ্গে সম্পর্কের উন্নতি ববে। তেমনই কর্মক্ষেত্রে বাড়বে সম্মান।
810
আগামী কাল অর্থাৎ ২০ অক্টোবর স্থান পরিবর্তন করবে মঙ্গল। ৯০ দিন অবস্থান করবে সেখানে। এই সময় মঙ্গল ও শনি একে অপরের থেকে ষষ্ঠ ও অষ্টম ঘরে ষড়ষ্টক যোগ তৈরি করবে।
910
এই সময় মঙ্গল ও শনির মিলনের কারণে বিভিন্ন দেশে হিংসার আশঙ্কা আছে। কোথাও যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে।
1010
তেমনই মঙ্গলের গমন আবার এই তিন রাশির জন্য শুভ। তাদের সৌভাগ্য আসবে বলে জানা গিয়েছে।