২০২৪ সাল শেষ হতে চলল। শীঘ্রই নতুন বছরে পা দেবেন সকলে। এই নতুন বছর ভালো কাটুক তা সকলের কাম্য। কিন্তু, সব সময় ভাগ্য সকলের সঙ্গ দেয় না। তবে, শাস্ত্র মতে শীঘ্রই কপাল খুলবে তিন রাশির। নতুন বছরে সোনায় সময় শুরু হচ্ছে ৩ রাশির।
বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শনির গ্রহ লাভজন হবে। আপনার আয়ের বৃদ্ধি পাবে। পুরনো ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। পুরনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে। এই বছর আর্থিক উন্নতি হবে। এই বছর সকল জটিলতা থেকে পাবেন মুক্তি। মিলবে উপকার। নতুন বছর আপনার জন্য ভালো হতে চলেছে।
শনি মিথুন রাশির দশম ঘরে অবস্থান করবে। আপনার কর্মজীবনে উন্নতি হবে। আজ আর্থিক অবস্থা উন্নত হবে। নতুন বছরে পরিবেশ আনন্দের হবে। এই রাশির ভালো সময় শুরু হচ্ছে। এই নতুন বছরে ভাগ্যোন্নতি হতে পারে। এই রাশির জন্য ভালো সময় শুরু হবে।
নতুন বছরে শনি মকর রাশির একাদশ ঘরে প্রবেশ করবে। যা আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করতে সাহায্য করবে। আপনার স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিন ধরে অমীমাংসিত আপনার কাজ শেষ হবে। এখনও পর্যন্ত যে কঠোর পরিশ্রম করেছেন তার ফল পাবেন। এই রাশির জন্য ভালো সময় শুরু হচ্ছে। এই তিন রাশির জন্য ভালো সময় আসছে। এবার সোনায় সময় শুরু হচ্ছে ৩ রাশির। শাস্ত্র মতে, সম্পদ বৃদ্ধি থেকে কর্মক্ষেত্রে হবে উন্নতি। জীবনের সকল জটিলতা কেটে যাবে এই সময়।