Horoscope:এই ৪ রাশির সম্পর্ক স্থায়ী হয় না, বারবার ব্রেকআপের মুখোমুখি হতে হয় এদের

অনেক রাশির মানুষ রয়েছে যারা খুব ভাল হওয়া সত্ত্বেও তাদের প্রেমের জীবন খুব মসৃণ নয়। তাদের প্রেম জীবনে চড়াই উৎরাই থাকে।

 

প্রেম বা এজাতীয় সম্পর্ক কিন্তু অনেকটাই মাহাজাগতিক বিষয়। তাই রাশিফল অনেক সময়ই বলে দিতে পারে কোন কোন রাশির মানুষদের প্রেমের ভাগ্য সুপ্রসন্ন। কারণ অনেক রাশির মানুষ রয়েছে যারা খুব ভাল হওয়া সত্ত্বেও তাদের প্রেমের জীবন খুব মসৃণ নয়। তাদের প্রেম জীবনে চড়াই উৎরাই থাকে। শেষ পর্যন্ত ব্রেকআপ তাদের সঙ্গী হয়ে যায়। কয়েকটি রাশির মানুষ একাধিকবার প্রেমে পড়লেও তাদের সম্পর্ক স্থায়ী হয় না ভাঙা মন নিয়ে জীবনের অনেকটা সময়ই কাটিয়ে দিতে হয়। আসুন জেনেনি কোন কোন রাশির মানুষদের জীবনে প্রেম ক্ষণস্থায়ী হয়-

মেষ রাশি

Latest Videos

এই রাশির জাতক ও জাতিকারা প্রবল আবেগপ্রবণ হয়। এরা জীবনে উত্তেজনা খুবই পছন্দ করে। কিন্তু এদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না তাদের সঙ্গীরা। তারা একটা সময় এসে জীবনে খান্ত দেয়। সম্পর্ক নষ্ট হয় যায়। ভাঙা মন নিয়েই এদের জীবনের অনেকটা পথ কাটাতে হয়। কিন্তু এরা অত্যান্ত প্রেমিক প্রকৃতির হয়। আর সেই কারণেই এরা একাধিকবার প্রেমে পড়তে পারে। তবে ব্রেকআপ এদের জীবনের একটি চূড়ান্ত সত্য।

মিথুন রাশি

এই রাশির জাতক ও জাতিকারা নতুন সম্পর্কের ক্ষেত্রে খুবই আগ্রহী হয়। এরা জীবনে অভিজ্ঞাতার সন্ধান করে। এদের এই বৈশিষ্ট্যের জন্য এদের সর্বদাই উত্তেজনা সঙ্গী করে। কিন্তু এদেপ অস্থির চিত্তের জন্য কোনও সম্পর্কই এদের চিরস্থায়ী হয় না। মিথুনদের চরিত্র এদের আকর্ষণের অন্যতম একটি কারণ। তবে এরা দীর্ঘমেয়াদী সম্পর্কের প্রতিশ্রুতি দিলেও তা বজায় থাকে না। মানসিক উদ্দীপনার জন্য এদের বারবার ব্রেকআপ-এর মুখোখুমি হতে হয়।

তুলা রাশি

এই রাশির জাতক ও জাতিকারা ভারসাম্য এবং সম্প্রীতির অন্বেষণের জন্য পরিচিত, তবে এই বৈশিষ্ট্যটি কখনও কখনও হৃদয়ের বিষয়ে সিদ্ধান্তহীনতার দিকে নিয়ে যেতে পারে। ভুল পছন্দ করার ভয় তুলা রাশিদের প্রেমে নিখুঁত ভারসাম্য খুঁজে পাওয়ার আশায় অকালে সম্পর্ক শেষ করতে প্ররোচিত করতে পারে। আর সেই কারণে এরা দীর্ঘস্থায়ী সম্পর্কে যেতে পারে না । বারবার ব্রেকআপএর মুখোমুখি হতে হয়।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা অত্যান্ত রহস্যময় প্রকৃতির হয়। প্রায়ই এরা সম্পর্কের আবেগগত গভীরতার গভীরে ডুবে থাকতেই পছন্দ করে। এদের আবেগ আর মনের ইচ্ছে যে কোনও সম্পর্ককেই সাভাবিক ও শক্তিশালী করতে পারে। কিন্তু বৃশ্চিক রাশির গভীর সংবেদনশীল অভিজ্ঞতার আকাঙ্ক্ষা অনেক সময়ই সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। যা সম্পর্কে শেষ করে দেয়। কারণ একা নিজের কাছের মানুষ বলে যাকে মনে করে তার থেকে কোনও রকম কটুকথা শুনতে পারে না। আর সেই কারণেই সামান্য কথাতেই সম্পর্ক শেষ করতে এরা পিছপা হয় না। আর সেই কারণে এদের বারবার ব্রেকআপের মুখোমুখি হতে হয়।

আরও পড়ুনঃ

Cyclone Midhili: ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে রাত থেকেই বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, মৎস্যজীবীদের জন্য জারি সতর্কতা

কেন নতুন বা নিঃসন্তান স্বামী-স্ত্রী কার্তিক পুজো করেন? কার্তিক পুজোর দিনই জানুন প্রাচীন কারণ

Horoscope: এই পাঁচ রাশি খুবই ঘরকুনো হয়, পরিবারের সঙ্গে কাটাতেই বেশি ভালবাসে

 

Share this article
click me!

Latest Videos

আচমকাই মাথায় ভেঙে পড়লো আইসিডিএস সেন্টারের চাল! চাঞ্চল্য Canning-এর Basanti-তে | South 24 Parganas
নিজের জন্য ভাবেননি, ভেবেছিলেন গোটা দেশের জন্য : মোদী | PM Modi on Netaji | Netaji Birthday |
'আজ অনুপ্রেরণার ছবি হাওয়া, নেতাজিময় চারিদিক' জোর দিলেন শুভেন্দু | Suvendu Adhikari on Netaji
'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
‘Mamata Banerjee আর Modi দুজনেই ‘বিভাজনের রাজনীতি করছেন’ বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury