Mercury transits: বুধের রাশি পরিবর্তন আর কয়েক দিন পরেই, দুই রাশির চাকরি ও ব্যবসায় বড় প্রভাব পড়বে

বর্তমান সূর্য ও শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে। এখন ২০ ফেব্রুয়ারি সকাল ৫.৪৮ মিনিটে গ্রহের রাজকুমার বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করবে।

 

রাশি পরিবর্তন করবে বুধ গ্রহ। জ্যোতিষশাস্ত্র অনুসারে আগামী ২০ ফেব্রুারি একটি বড় পরিবর্তন ঘটচতে চলেছে। বুধ শনি রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। এই সময়ে রাশিচক্রের কয়েকটি রাশির কেরিয়ার , ব্যবসা ও আর্থিক জীবনে বেশ কিছু ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়তে পারে। কিন্তু কেরিয়ারের দিক থেকে দুই রাশির জাকতদের বেশ কিছু সমস্যায় পড়তে হবে।

বুধের রাশি পরিবর্তনঃ বর্তমান সূর্য ও শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে। এখন ২০ ফেব্রুয়ারি সকাল ৫.৪৮ মিনিটে গ্রহের রাজকুমার বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আগামী ৭ মার্চ পর্যন্ত এখানেই থাকবে। ফরে কুম্ভ রাশিরতে শুভ ত্রিগ্রহী ও বুধাদিত্য যোগ তৈরি হবে। তাতে শনি, সূর্য ও বুধের মিলনে দুটি রাশির মানুষের জীবনে বেশ কিছু কঠিন সমস্যা তৈরি হবে।

Latest Videos

মেষ রাশি

এই রাশির জাতক ও জাতিকারা বেশ কিছু সমস্যায় পড়তে পারে। মেষ রাশির জন্য এই সময়টা খুবই কঠিন। এই সময কঠোর পরিশ্রম করেও আপনি আশানুরূপ ফল করতে পারবে না। এই সময় যদি পদোন্নতি আশা করে থাকেন তাহলেও তা সম্ভব নয়। এতে উৎসহ কমবে। কিন্তু দীর্ঘস্থায়ী সুবিধের হবে। ব্যবসার সঙ্গে যুক্তদের প্রচুর পরিশ্রম করতে হবে। তবে ব্যবসায়ের অংশীদারদের থেকে সহযোগিতা পাবে।

মীন রাশি

কুম্ভ রাশিতে বুধের রাশি পরিবর্তন এই রাশির জাতক ও জাতিকাদের কাজ ও চাকরিতে চাপ বাড়াবে। এই সময় খরচ প্রচুর বাড়বে। কাজের সুযোগ তৈরি হলেও তাতে কোনও ফল পাওয়া যাবে না। এই সময় প্রাপ্য স্বীকৃতিও পাওয়া যাবে না। সহকর্মী ও উর্ধ্বতনদের থেকে কোনও সাহায্য পাবে না। যারা ব্যবসায়ের সঙ্গে যুক্ত তারা তাদের এই সময় একাধিক সমস্যায় পড়তে হবে। এই সময় বেশি কাজ পাওয়া যাবে না। তবে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।

 

Share this article
click me!

Latest Videos

‘গা-জোয়ারি করে Yunus পার পাবে না’ বিস্ফোরক Nawsad Siddique! #shorts #shortsvideo #shortsviral
PM Modi Live : অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী মোদীর, সরাসরি
‘Mamata Banerjee বারংবার BSF-কে আক্রমণ করে যাচ্ছেন’ মমতাকে তোপ Samik Bhattacharya-র
‘Bangladesh সরকার সবসময় চাইছে যুদ্ধ লাগুক’ Yunus সরকারকে একহাত নিলেন Nawsad Siddique
সধবাকে বিধবা বানিয়ে ভাতা! জানাজানি হতেই পালাল তৃণমূল নেতা, চাঞ্চল্য শান্তিপুরে | Shantipur | Nadia