110

আর তো মাত্র কয়েকদিন
210
আর এই আসন্ন নভেম্বর মাসেই কপাল খুলবে
কোন চার রাশির জাতক-জাতিকারা সাফল্যের মুখ দেখতে চলেছেন? চলুন দেখে নেওয়া যাক।
310
মেষ রাশিঃ নভেম্বর মাসে ভালো সময় আসতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জন্য
অর্থ এবং ব্যবসার দিক দিয়ে ব্যাপক সাফল্য আসবে। মেষ রাশির জাতক-জাতিকাদের মধ্যে যারা ব্যবসা করেন, তারা এই মাসে ভালো পরিমাণ লাভের মুখ দেখতে পারেন।
410
সেইসঙ্গে, চাকরিজীবীদেরও পদোন্নতি ঘটবে
বেশ কিছু সমস্যা থেকেও মিলবে মুক্তি।
510
কর্কট রাশিঃ আসন্ন নভেম্বর মাসে আসছে দুর্দান্ত সময়
দাম্পত্য জীবনে আসবে সুখ এবং ব্যবসায়ীরা দেখবেন লাভের মুখ।
610
অন্যদিকে, চাকরিতে প্রোমোশন
তাছাড়া কর্কট রাশির জাতক-জাতিকাদের দাম্পত্য জীবনে শান্তি ফিরবে। বন্ধুদের সঙ্গেও আড্ডা দিয়ে ভালো সময় কাটবে।
710
বৃশ্চিক রাশিঃ এই রাশির জাতক-জাতিকাদের কপাল খুলবে
ব্যবসায় অর্থ উপার্জনের ব্যাপক সুযোগ আসবে। শুধু কি তাই?
810
ফুলে ফেঁপে উঠবে সম্পত্তি
বিদেশে যাওয়ারও যোগ রয়েছে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের। সেইসঙ্গে, ব্যবসায় বিপুল লাভের মুখ দেখার প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, বিবাহিতদের জন্য সুখের সময় আসতে চলেছে।
910
কুম্ভ রাশিঃ এই রাশির জাতকদের জন্য আসন্ন নভেম্বর আশীর্বাদ হয়ে আসবে
অপেক্ষা করছে উন্নতির অবারিত দ্বার এবং ব্যবসাতে (Business) আসবে তুমুল সাফল্য।
1010
নতুন ব্যবসা শুরু করলেও বেশ ভালোই চলবে