
অনেক মানুষ রয়েছে যারা আপনার বন্ধু বা খুব কাছের মানুষ। কিন্তু কাছের মানুষ হওয়া সত্ত্বেও তাদের তল পাওয়া যায় না। কারণ এরা নিজেদের চারপাশে একটি রহস্যের আবর্তন তৈরি করে রাখেন। কারণ এই জাতীয় মানুষরা মনের কথা বললেও সব কথা খুলে বলেন না। এরা নিজেদের প্রকাশ করলেও সবকিছুর মধ্যে একটি আড়াল রাখতেই পছন্দ করেন। তবে রাশিফল সবকিছুই প্রকাশ করে দেয়। কোনও মানুষের চরিত্র কেমন হবে তা স্পষ্ট করে জানা যায় রাশিফল থেকে।
বৃশ্চিক রাশি
এই রাশির জাতক ও জাতিকারা অত্যান্ত আবেগ প্রবণ। এরা প্রকৃতিপ্রেমী হয়। রাশিচক্রের অষ্টম রাশি এরা। এরা অত্যান্ত স্বাধীনচেতা। তবে এরা নিজেদের অবেগকে সুরক্ষিত রাখতে পারে। এরা নিজেদের মধ্যে নিজেরা থাকতেই বেশি পছন্দ করেন। তবে এদের আকর্ষণ করার একটি অদম্য ক্ষমতা রয়েছে। সত্য উন্মোচনের দক্ষতা রয়েছে। তবে একা সকলের সঙ্গে থাকলেও নিজেকে সেখান থেকে আলাদা রাখতে পারেন। এটাই এদের রহস্যময় করে তোলে।
মরক রাশি
এই রাশির জাতক ও জাতিকারা কঠোর পরিশ্রমী হয়। এরা প্রবল উচ্চাকাঙ্খী। মকর রাশি তাদের সাফল্য ও কৃতিত্ব লুকিয়ে রাখতেই বেশি পছন্দ করেন। এদের উচ্চাকাঙ্খা ও সংকল্প প্রবল হয়। তবে এরা নিজেদের আবেগ আর আকাঙ্খা নিজেদের মনে লুকিয়ে রাখতে । যা এদের রহস্যময় করে তোলে। তবে খুব চুপচাপ হলেও এরদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রবল। অন্যদের শ্রেষ্ঠত্ব তুলে ধরতে এরা পিছপা হয় না।
কুম্ভ রাশি
এই রাশির জাতক ও জাতিকারা খুব চুপচাপ। জীবনের প্রতি এদের উদভট ও অপ্রচলিত পদ্ধতির জন্য পরিচিত। কুম্ভরাশি রাশিচক্রের রহস্যময় ধাঁধার একটি গুরুত্বপূর্ণ অংশ। মুক্তমনা ও স্বাধীনচেতা প্রকৃতির হয়। এরা এদের পরবর্তী পদক্ষেপ বা পরিকল্পনা সম্পর্কে কাউকে কিছু জানাতে চায় না। কোনও কাজ করার আগে যেমন জানায় না, তেমনই কাজে সাফল্য এলে তাও লুকিয়ে রাখতেই বেশি আগ্রহী হয়। যা এদের আরও রহস্যময় করে তোলে। এরা স্বাধারণত বুদ্ধজীবী হয়। এদের পাশে থাকা মানুষরা অনেক চেষ্টা করেও এদের মনের তল পায় না।
মীন রাশি
এই রাশির জাতক ও জাতিকারা অত্যান্ত সহানুভূতিশীল ও স্বপ্নদ্রষ্টা হয়। স্বজ্ঞাত প্রকৃতির হয়। এরা নিজের জগতে নিজেরাই বিদ্যমান থাকতে ভালবাসে। অন্যদের সম্পর্কে এরা একদমই আগ্রহী হয় না। তবে এরা আধ্যাত্মিক প্রকৃতির হয়। কিন্তু কারও সম্পর্কে এরা যেমন আগ্রহী হয় না। তেমনই নিজেদের সম্পর্কে অন্যদের কিছু জানাতেও রাজি হয় না। তবে সহজেই এরা সকলের সঙ্গে মিশতে পারেন। তাই এদের নিয়ে কৌতুহল থাকে অনেক বেশি।