মহাজাগতিক সম্পর্ক অনুযায়ী চার রাশির মানুষ রয়েছে যারা কখনই চাপমুক্ত পরিবেশে থাকতে পারে না। চার রাশির জাতক ও জাতিকারা চাপযুক্ত পরিবেশে থাকতে পারে।
প্রত্যেক মানুষের জীবন তার নিজের মত। প্রত্যেকেই নিজের নিজের মত করে জীবনের পথ চলতে ভালবাসে। মহাজাগতিক সম্পর্ক অনুযায়ী চার রাশির মানুষ রয়েছে যারা কখনই চাপমুক্ত পরিবেশে থাকতে পারে না। চার রাশির জাতক ও জাতিকারা চাপযুক্ত পরিবেশে থাকতে পারে।
১. মেষ রাশি-
এই রাশির জাতক ও জাতিকারা ট্রেস নিয়ে থাকতে পারে। এই রাশির মানুষ অত্যান্ত গতিশীল। এরা তীব্র মানসিক চাপ নিতে পারে। তবে এরা আবেগপ্রবণ। এরা ব্যক্তিগত ক্ষেত্রে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে আর সেই কারণে সব মানসিক চাপ নিজের ওপর নেয়।
২. কন্যা রাশি
এই রাশ্র জাতক ও জাতিকারা অত্যান্ত সূক্ষ্ণভাবে সবকিছু বিচার বিবেচনা করে। এদের এমন বৈশিষ্ট্য রয়েছে যা তাদের সাফল্যে অবদান রাখে। এরা সবকাজ নিখুঁত করতে চায়। তারজন্য প্রচুর মানসিক চাপ নিতে এরা অভ্যস্ত।
বৃশ্চিক রাশি
এই রাশির জাতক ও জাতিকারা প্রবলভাবে আবেগ নির্ভর। এরা তীব্র প্রকৃতির জন্য পরিচিত। এরা সবকিছুতেই চাপ নিয়ে নেয়। এরা জীবনকে রোমাঞ্চকর করতে তুলতে পারে এটি মানুসিক অশান্তিরও কারণ হতে পারে। জটিল অনুভূতির মধ্যে দিয়ে এরা অনেক সময় অত্যাধিক মানসিক চাপ নিয়ে পথ অতিক্রম করতে পারে।
মকর রাশি
মকর রাশির জাতক ও জাতিকারা অত্যান্ত উচ্চাকাঙ্খী হয়। এরা সাফল্য আর্জন করতে সর্বদা অগ্রহী হয়। কিন্তু সেই কারণে এরা অত্যাধিক মানসিক চাপের মধ্যে দিয়ে যায়। আর সেই কারণে এরা মানসিক চাপ থেকে কখনই দূরে সরে দাঁড়াতে পারে না।